7:03 pm, Monday, 17 November 2025

অনন্ত জলিলকে ‘বাংলাদেশের শাহরুখ খান’ বললেন স্ত্রী বর্ষা

বিনোদন প্রতিবেদক: আসছে ঈদে মুক্তি পেতে চলেছে অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল অভিনীত নতুন ছবি ‘কিল হিম’। এর মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার অন্যের প্রযোজিত ছবিতে কাজ করলেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন প্রযোজক মো. ইকবাল। বুধবার সন্ধ্যায় এফডিসিতে ইফতারের পর ছবিটির টিজার ও পোস্টার উন্মোচিত হয়।

ওই অনুষ্ঠানে অনন্ত জলিল ও তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা দুজনেই হাজির ছিলেন। বর্ষা ‘কিল হিম’ ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি নিয়ে তার বক্তব্য প্রদানকালে স্বামী তথা সহশিল্পী অনন্ত জলিলকে বাংলাদেশের শাহরুখ খান আখ্যা দেন এই অভিনেত্রী।

বর্ষা বলেন, ‘কিছুদিন আগে শাহরুখ খান অভিনীত হিন্দি সিনেমা ‘পাঠান’ মুক্তি পেয়েছে। আমাদের দেশেও শাহরুখ খানের মতো নায়ক আছেন। তিনি অনন্ত জলিল। আমরাও তাকে নিয়ে গর্ব করতে পারি যে, হলিউড-বলিউডের মতো সিনেমা আমাদের দেশেও একজন করেন।’

বর্ষা আরও বলেন, ‘আমি ফেসবুক সরাসরি ব্যবহার করি না, আমার ম্যানেজাররা দেখে আমাকে সবসময় আপডেট রাখে। তারা বলেছে, ‘এই মানুষগুলো যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী, যারা সত্যিই ভালোবাসে, তারা শাহরুখ খানের সিনেমার সঙ্গে অনন্ত জলিলের ‘দিন- দ্য ডে’র তুলনা করেছে।’

অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, ‘প্রত্যেকটি আর্টিস্ট কষ্ট করে সিনেমা করে। আমিও সেটাই করেছি। যে কষ্ট করেছি সেটা ব্যবসাতেও করি না। এই সিনেমায় বর্ষা সত্যিকার অর্থে ভালো অভিনয় করেছে। ট্রেলার যেদিন প্রকাশ হবে আমরা ধামাকা অনুষ্ঠান করব, ঠিক সালমান খানের মতো। তিনি সিনেমা হলে যেভাবে টিজার লঞ্চ করেছেন, আমরা সেভাবে ট্রেলার লঞ্চ করব। সেখানে আমাদের সিনেমার অংশ বিশেষ দেখানো হবে।’

প্রসঙ্গত, মো. ইকবাল পরিচালিত ‘কিল হিম’ ছবিতে অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল ও খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে।

পরিচালনার পাশাপাশি এ ছবির প্রযোজকও মো. ইকবাল। যদিও এফডিসিপাড়ায় কানাঘুষা, ছবিটি নির্মাণে টাকা ঢেলেছেন অনন্ত জলিলই। যেহেতু একটা কথা প্রচলিত আছে, ক্যারিয়ারের শুরু থেকে তিনি শুধু নিজের প্রযোজনাতেই কাজ করেছেন। অনেকে বলছেন, সে কারণেই এবার নিজে টাকা ঢেলে ইকবালের নাম ব্যবহার করছেন অনন্ত জলিল

Tag :
About Author Information

Sirajul Islam

অনন্ত জলিলকে ‘বাংলাদেশের শাহরুখ খান’ বললেন স্ত্রী বর্ষা

Update Time : 08:59:23 pm, Thursday, 13 April 2023

বিনোদন প্রতিবেদক: আসছে ঈদে মুক্তি পেতে চলেছে অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল অভিনীত নতুন ছবি ‘কিল হিম’। এর মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার অন্যের প্রযোজিত ছবিতে কাজ করলেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন প্রযোজক মো. ইকবাল। বুধবার সন্ধ্যায় এফডিসিতে ইফতারের পর ছবিটির টিজার ও পোস্টার উন্মোচিত হয়।

ওই অনুষ্ঠানে অনন্ত জলিল ও তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা দুজনেই হাজির ছিলেন। বর্ষা ‘কিল হিম’ ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি নিয়ে তার বক্তব্য প্রদানকালে স্বামী তথা সহশিল্পী অনন্ত জলিলকে বাংলাদেশের শাহরুখ খান আখ্যা দেন এই অভিনেত্রী।

বর্ষা বলেন, ‘কিছুদিন আগে শাহরুখ খান অভিনীত হিন্দি সিনেমা ‘পাঠান’ মুক্তি পেয়েছে। আমাদের দেশেও শাহরুখ খানের মতো নায়ক আছেন। তিনি অনন্ত জলিল। আমরাও তাকে নিয়ে গর্ব করতে পারি যে, হলিউড-বলিউডের মতো সিনেমা আমাদের দেশেও একজন করেন।’

বর্ষা আরও বলেন, ‘আমি ফেসবুক সরাসরি ব্যবহার করি না, আমার ম্যানেজাররা দেখে আমাকে সবসময় আপডেট রাখে। তারা বলেছে, ‘এই মানুষগুলো যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী, যারা সত্যিই ভালোবাসে, তারা শাহরুখ খানের সিনেমার সঙ্গে অনন্ত জলিলের ‘দিন- দ্য ডে’র তুলনা করেছে।’

অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, ‘প্রত্যেকটি আর্টিস্ট কষ্ট করে সিনেমা করে। আমিও সেটাই করেছি। যে কষ্ট করেছি সেটা ব্যবসাতেও করি না। এই সিনেমায় বর্ষা সত্যিকার অর্থে ভালো অভিনয় করেছে। ট্রেলার যেদিন প্রকাশ হবে আমরা ধামাকা অনুষ্ঠান করব, ঠিক সালমান খানের মতো। তিনি সিনেমা হলে যেভাবে টিজার লঞ্চ করেছেন, আমরা সেভাবে ট্রেলার লঞ্চ করব। সেখানে আমাদের সিনেমার অংশ বিশেষ দেখানো হবে।’

প্রসঙ্গত, মো. ইকবাল পরিচালিত ‘কিল হিম’ ছবিতে অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল ও খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে।

পরিচালনার পাশাপাশি এ ছবির প্রযোজকও মো. ইকবাল। যদিও এফডিসিপাড়ায় কানাঘুষা, ছবিটি নির্মাণে টাকা ঢেলেছেন অনন্ত জলিলই। যেহেতু একটা কথা প্রচলিত আছে, ক্যারিয়ারের শুরু থেকে তিনি শুধু নিজের প্রযোজনাতেই কাজ করেছেন। অনেকে বলছেন, সে কারণেই এবার নিজে টাকা ঢেলে ইকবালের নাম ব্যবহার করছেন অনন্ত জলিল