ডেস্ক রিপোর্ট ::তার হাত ধরেই বাংলাদেশ পেয়েছিল ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য। এবার সেই নাভিদ নেওয়াজকেই ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তার কোচিংয়েই ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন আকবর আলিরা।
মাঝে দুই বছরের বিরতি দিয়ে তাকে এবারও ফেরানো হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবেই। তবে এর সঙ্গে একটি বাড়তি দায়িত্বও দেওয়া হয়েছে। বিসিবি গেম ডেভেলপমেন্টের অধীনে বয়সভিত্তিক দলগুলোতে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি।
আগামী পহেলা জুলাই থেকে দুই বছরের জন্য তার সঙ্গে এই চুক্তি করছে বিসিবি। এর আগে মোট দু দফায় কাজ করেছেন তিনি। ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার দু বছর পর বিশ্বকাপ জেতান। পরে আরও দু বছরের জন্য তার সঙ্গে চুক্তি নবায়ন করে বিসিবি।
এরপর শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ হতে বাংলাদেশ ছেড়ে যান নাভিদ নেওয়াজ। এ বছরের মার্চের বাংলাদেশ সফর পর্যন্ত এই দায়িত্বেই ছিলেন তিনি। এখন আবার বিসিবির সঙ্গে কাজ করতে ফিরছেন বাংলাদেশে।

নিজস্ব প্রতিবেদক 




























