7:41 pm, Thursday, 13 November 2025

অভিনয়ে দীর্ঘ বিরতি নিয়ে যা বললেন এমা

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন। সর্বশেষ তাকে ‘লিটল উইমেন’ সিনেমায় দেখা গিয়েছিল। গ্রেটা গারভিগের পরিচালনায় সিনেমাটিতে অভিনয়ের পর আর কোনো সিনেমা বা টিভি সিরিজে তাকে দেখা যায়নি। সে হিসেবে ২০১৮ সালের ডিসেম্বরে তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন। তার পর থেকে প্রায় পাঁচ বছর অভিনয়ের বাইরে আছেন তিনি। কিন্তু ওয়াটসন কেন অভিনয় থেকে সরে গেলেন? সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

অভিনয় নিয়ে সুখী ছিলেন না বলে ব্রিটিশ গণমাধ্যমটিকে জানান এমা ওয়াটসন। তিনি বলেন, ‘আমার নিজেকে কিছুটা আবদ্ধ মনে হয়েছিল। আমাকে এমন কিছু বিক্রির চেষ্টা করতে হতো, যার ওপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। প্রতিটি সিনেমার প্রচারণায় অংশগ্রহণ করতে হতো। আর প্রত্যেক সাংবাদিক বাধ্যতামূলকভাবে একটি প্রশ্ন করত। তারা বলত, ‘‘এ কাজ কীভাবে আপনার দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলে?’’ যে প্রক্রিয়ার সঙ্গে আমি যুক্ত নই, তার মুখপাত্র হওয়া আমার জন্য বেশ কঠিন ছিল।’

এ ধরনের জবাবদিহিতা এমা ওয়াটসনকে বিব্রত করত। তিনি বলেন, ‘আমাকে এমনভাবে জবাবদিহি করতে হতো, একপর্যায়ে আমি হতাশ হয়ে পড়ি। কারণ আমার নিজের কোনো অভিমত ছিল না। আমার কিছু বলার ছিল না।’ একপর্যায়ে তিনি বুঝতে পারেন, তিনি এমন কিছুর মুখোমুখি হতে চান, যেখানে তিনি নিজের মতো করে কথা বলতে পারবেন। আর নিজের বক্তব্যে নিজের ওপর ঘৃণা তৈরি হবে না। তিনি বলেন, ‘হ্যাঁ। আমি বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। এটি আমার সিদ্ধান্ত ছিল। আমার আরো ভালো করা উচিত ছিল।’

হ্যারি পটার সিরিজের আটটি সিনেমায় অভিনয় করেছেন এমা ওয়াটসন। তাছাড়া ড্যারেন আরনোফস্কির ‘নোয়াহ’, ‘দ্য পার্কস অব বিয়িং আ ওয়ালফ্লাওয়ার’, ‘দ্য ব্লিং রিং, ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’সহ অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন। তার অভিনীত লিটল উইমেন সিনেমাটি অস্কারে সেরা সিনেমাসহ ছয়টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল।

তবে অভিনয়ে আবার ফিরবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। তবে সেক্ষেত্রে নিজের পছন্দ ও অপছন্দকে গুরুত্ব দিয়েই কাজ করবেন বলে জানান তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়েই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্টা করা হবে- এড. আব্দুর রব

অভিনয়ে দীর্ঘ বিরতি নিয়ে যা বললেন এমা

Update Time : 07:34:19 am, Sunday, 7 May 2023

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন। সর্বশেষ তাকে ‘লিটল উইমেন’ সিনেমায় দেখা গিয়েছিল। গ্রেটা গারভিগের পরিচালনায় সিনেমাটিতে অভিনয়ের পর আর কোনো সিনেমা বা টিভি সিরিজে তাকে দেখা যায়নি। সে হিসেবে ২০১৮ সালের ডিসেম্বরে তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন। তার পর থেকে প্রায় পাঁচ বছর অভিনয়ের বাইরে আছেন তিনি। কিন্তু ওয়াটসন কেন অভিনয় থেকে সরে গেলেন? সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

অভিনয় নিয়ে সুখী ছিলেন না বলে ব্রিটিশ গণমাধ্যমটিকে জানান এমা ওয়াটসন। তিনি বলেন, ‘আমার নিজেকে কিছুটা আবদ্ধ মনে হয়েছিল। আমাকে এমন কিছু বিক্রির চেষ্টা করতে হতো, যার ওপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। প্রতিটি সিনেমার প্রচারণায় অংশগ্রহণ করতে হতো। আর প্রত্যেক সাংবাদিক বাধ্যতামূলকভাবে একটি প্রশ্ন করত। তারা বলত, ‘‘এ কাজ কীভাবে আপনার দৃষ্টিভঙ্গির সঙ্গে মেলে?’’ যে প্রক্রিয়ার সঙ্গে আমি যুক্ত নই, তার মুখপাত্র হওয়া আমার জন্য বেশ কঠিন ছিল।’

এ ধরনের জবাবদিহিতা এমা ওয়াটসনকে বিব্রত করত। তিনি বলেন, ‘আমাকে এমনভাবে জবাবদিহি করতে হতো, একপর্যায়ে আমি হতাশ হয়ে পড়ি। কারণ আমার নিজের কোনো অভিমত ছিল না। আমার কিছু বলার ছিল না।’ একপর্যায়ে তিনি বুঝতে পারেন, তিনি এমন কিছুর মুখোমুখি হতে চান, যেখানে তিনি নিজের মতো করে কথা বলতে পারবেন। আর নিজের বক্তব্যে নিজের ওপর ঘৃণা তৈরি হবে না। তিনি বলেন, ‘হ্যাঁ। আমি বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। এটি আমার সিদ্ধান্ত ছিল। আমার আরো ভালো করা উচিত ছিল।’

হ্যারি পটার সিরিজের আটটি সিনেমায় অভিনয় করেছেন এমা ওয়াটসন। তাছাড়া ড্যারেন আরনোফস্কির ‘নোয়াহ’, ‘দ্য পার্কস অব বিয়িং আ ওয়ালফ্লাওয়ার’, ‘দ্য ব্লিং রিং, ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’সহ অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন। তার অভিনীত লিটল উইমেন সিনেমাটি অস্কারে সেরা সিনেমাসহ ছয়টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল।

তবে অভিনয়ে আবার ফিরবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন। তবে সেক্ষেত্রে নিজের পছন্দ ও অপছন্দকে গুরুত্ব দিয়েই কাজ করবেন বলে জানান তিনি।