10:09 am, Friday, 14 November 2025

অরুণাচলের নাম পরিবর্তন নিয়ে ভারত-চীনের বিতর্ক তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অরুণাচল প্রদেশের ১১টি স্থানের নামকরণ করল চীন। অপর দিকে সেই নাম খারিজ করে দিয়েছে ভারত। অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম পরিবর্তন নিয়ে শুরু হয়েছে ভারত ও চীনের মধ্যে নামকরণ বিতর্ক।

অরুণাচলকে তাদের জায়গা বলে দাবি করা চীন ভারতের উত্তরপূর্বের এই রাজ্যের নাম দিয়েছে সাউথ টিবেট বা দক্ষিণ তিব্বত। গত ১ এপ্রিল চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানায়, সাউথ টিবেটের কিছু ভৌগলিক নামকে স্ট্যান্ডার্ডাইজড করা হলো। এর মধ্যে আছে পাহাড়চুড়ো, নদী, আবাসিক এলাকা ও শহর।

এরপরই ভারত জানিয়ে দেয়, অরুণাচলের কোনো জায়গা বা কোনো কিছুর নাম দেওয়ার কোনো অধিকার চীনের নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, চীন আগেও এই ধরনের কাজ করার চেষ্টা করেছে। ভারত এই প্রয়াস সরাসরি খারিজ করে দিচ্ছে।

অরিন্দম আরও বলেন, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তা কোনোদিন ভারতের থেকে আলাদা হবে না। নাম পরিবর্তন করার চেষ্টা এই প্রকৃত অবস্থানের বদল ঘটায় না।

২০১৭ সালে দলাই লামা অরুণাচল প্রদেশ সফরে গিয়েছিলেন। তখন চীন অরুণাচলের ছয়টি জেলার নামকরণ করে। গত ডিসেম্বরে তারা ১৫টি জায়গার নামকরণ করেছিল। ভারত তখনো এই নাম খারিজ করে দেয় এবং প্রবল প্রতিবাদ জানায়। এবার তারা ১১টি জায়গার নামকরণ করেছে।

লাদাখের মতো অরুণাচলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অনেক জায়গায় ভারত ও চীনের সেনারা মুখোমুখি দাঁড়িয়ে আছে। গত ডিসেম্বরে দুই দেশের সেনার মধ্যে তাওয়াংয়ে সংঘর্ষ হয়েছে। এখানে দুই দেশের সেনার মধ্যে যথেষ্ট উত্তেজনা রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

ব্যাংক অফিসার্স এসোসিয়েশন ‘মৌলভীবাজার এর নবগঠিত কমিটির পরিচিত সভা ও নৈশভোজ অনুষ্ঠিত, ১৩/১১/২০২৫

অরুণাচলের নাম পরিবর্তন নিয়ে ভারত-চীনের বিতর্ক তুঙ্গে

Update Time : 07:27:07 am, Saturday, 8 April 2023

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অরুণাচল প্রদেশের ১১টি স্থানের নামকরণ করল চীন। অপর দিকে সেই নাম খারিজ করে দিয়েছে ভারত। অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম পরিবর্তন নিয়ে শুরু হয়েছে ভারত ও চীনের মধ্যে নামকরণ বিতর্ক।

অরুণাচলকে তাদের জায়গা বলে দাবি করা চীন ভারতের উত্তরপূর্বের এই রাজ্যের নাম দিয়েছে সাউথ টিবেট বা দক্ষিণ তিব্বত। গত ১ এপ্রিল চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানায়, সাউথ টিবেটের কিছু ভৌগলিক নামকে স্ট্যান্ডার্ডাইজড করা হলো। এর মধ্যে আছে পাহাড়চুড়ো, নদী, আবাসিক এলাকা ও শহর।

এরপরই ভারত জানিয়ে দেয়, অরুণাচলের কোনো জায়গা বা কোনো কিছুর নাম দেওয়ার কোনো অধিকার চীনের নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, চীন আগেও এই ধরনের কাজ করার চেষ্টা করেছে। ভারত এই প্রয়াস সরাসরি খারিজ করে দিচ্ছে।

অরিন্দম আরও বলেন, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তা কোনোদিন ভারতের থেকে আলাদা হবে না। নাম পরিবর্তন করার চেষ্টা এই প্রকৃত অবস্থানের বদল ঘটায় না।

২০১৭ সালে দলাই লামা অরুণাচল প্রদেশ সফরে গিয়েছিলেন। তখন চীন অরুণাচলের ছয়টি জেলার নামকরণ করে। গত ডিসেম্বরে তারা ১৫টি জায়গার নামকরণ করেছিল। ভারত তখনো এই নাম খারিজ করে দেয় এবং প্রবল প্রতিবাদ জানায়। এবার তারা ১১টি জায়গার নামকরণ করেছে।

লাদাখের মতো অরুণাচলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অনেক জায়গায় ভারত ও চীনের সেনারা মুখোমুখি দাঁড়িয়ে আছে। গত ডিসেম্বরে দুই দেশের সেনার মধ্যে তাওয়াংয়ে সংঘর্ষ হয়েছে। এখানে দুই দেশের সেনার মধ্যে যথেষ্ট উত্তেজনা রয়েছে।