6:01 pm, Monday, 17 November 2025

আবারও উইম্বলডন চ্যাম্পিয়ন জকোভিচ

ক্রীড়া ডেস্ক :: প্রথমবারের মতো কোনো মেজর ইভেন্টের ফাইনাল খেলতে নামা নিক কির্গিয়সকে দারুণভাবে হারিয়েছে ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জকোভিচ। জকোভিচের অভিজ্ঞতার কাছেই হার মানলেন কির্গিয়াস।

তিন ঘণ্টার লড়াইয়ে অজি তারকাকে হারিয়ে আবারও উইম্বলডনের খেতাব জিতলেন জকোভিচ। এ নিয়ে টানা চতুর্থবার ঘাসের কোর্টে চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ার এই কিংবদন্তি।

তবে ম্যাচের শুরুটা ভালোই ছিল নিকের। জকোভিচের কাছ থেকে প্রথম সেট ছিনিয়ে নেন তিনি। তবে শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে জয়ী জকোভিচই।

এই নিয়ে মোট সাত বার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন জকোভিচ। ২০২২ সালের আগে তিনি ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ ও ২০২১ সালে উইম্বলডনের খেতাব জেতেন। করোনা মহামারির জন্য ২০২০ সালে উইম্বলডন অনুষ্ঠিত হয়নি।

 

Tag :
About Author Information

Sirajul Islam

আবারও উইম্বলডন চ্যাম্পিয়ন জকোভিচ

Update Time : 06:50:08 am, Monday, 11 July 2022

ক্রীড়া ডেস্ক :: প্রথমবারের মতো কোনো মেজর ইভেন্টের ফাইনাল খেলতে নামা নিক কির্গিয়সকে দারুণভাবে হারিয়েছে ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জকোভিচ। জকোভিচের অভিজ্ঞতার কাছেই হার মানলেন কির্গিয়াস।

তিন ঘণ্টার লড়াইয়ে অজি তারকাকে হারিয়ে আবারও উইম্বলডনের খেতাব জিতলেন জকোভিচ। এ নিয়ে টানা চতুর্থবার ঘাসের কোর্টে চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ার এই কিংবদন্তি।

তবে ম্যাচের শুরুটা ভালোই ছিল নিকের। জকোভিচের কাছ থেকে প্রথম সেট ছিনিয়ে নেন তিনি। তবে শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে জয়ী জকোভিচই।

এই নিয়ে মোট সাত বার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন জকোভিচ। ২০২২ সালের আগে তিনি ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯ ও ২০২১ সালে উইম্বলডনের খেতাব জেতেন। করোনা মহামারির জন্য ২০২০ সালে উইম্বলডন অনুষ্ঠিত হয়নি।