12:12 am, Friday, 14 November 2025

ইফতারে তৈরি করুন চিকেন পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক :: ইফতারে ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস করা সবচেয়ে ভালো। বাইরের অনেক মুখরোচক খাবার দেখে খেতে লোভ হলেও তা খাওয়া থেকে বিরত থাকাই উত্তম। কারণ দোকান থেকে কেনা অধিকাংশ খাবারই স্বাস্থ্যকর হয় না। ইফতারের জন্য ঘরেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু চিকেন। চলুন তবে জেনে নেওয়া যাক চিকেন পাকোড়া তৈরির রেসিপি-

উপকরণ

হাড় ছাড়া মাংসের টুকরা- আধা কেজি

কাঁচা মরিচ- ৪-৫টি

ধনেপাতা- ২ টেবিল চামচ

পেঁয়াজ- ২টি

ডিমের সাদা অংশ- ২টি

আদা বাটা- দেড় টেবিল চামচ

রসুন বাটা- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া- আধা চা চামচ

মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

ভাজা জিরার গুঁড়া- ২ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া- ১ চা চামচ

চালের গুঁড়া- ২ টেবিল চামচ

বেসন- ৪ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

তেল- প্রয়োজন অনুযায়ী।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মুরগির মাংস টুকরা করে কেটে ধুয়ে নিন। টুকরাগুলো বড় করবেন না, ছোট ছোট হলে খেতে বেশি ভালো লাগবে। এরপর বেসন, তেল ও চালের গুঁড়া বাদে বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে নিন। এভাবে রেখে দিন মিনিট দশেক।

এরপর চুলায় তেল গরম হতে দিন। এদিকে মাখানো মুরগির মাংসের সঙ্গে বেসন ও চালের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। তেল গরম হলে তাতে মাংসের টুকরাগুলো সোনালি করে ভেজে তুলুন। চুলায় আঁচ মিডিয়াম লো রাখুন। এতে পাকোড়া ভালোভাবে সেদ্ধ হওয়ার সুযোগ পাবে, পুড়ে যাবে না।

এরপর ইফতারে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ‍চিকেন পাকোড়া।

Tag :
About Author Information

Sirajul Islam

ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার  চাতলাপুর  স্থল শুল্ক স্টেশন ব্যবসাযীদের সাথে মত বিনিময় 

ইফতারে তৈরি করুন চিকেন পাকোড়া

Update Time : 07:53:57 am, Saturday, 8 April 2023

লাইফস্টাইল ডেস্ক :: ইফতারে ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস করা সবচেয়ে ভালো। বাইরের অনেক মুখরোচক খাবার দেখে খেতে লোভ হলেও তা খাওয়া থেকে বিরত থাকাই উত্তম। কারণ দোকান থেকে কেনা অধিকাংশ খাবারই স্বাস্থ্যকর হয় না। ইফতারের জন্য ঘরেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু চিকেন। চলুন তবে জেনে নেওয়া যাক চিকেন পাকোড়া তৈরির রেসিপি-

উপকরণ

হাড় ছাড়া মাংসের টুকরা- আধা কেজি

কাঁচা মরিচ- ৪-৫টি

ধনেপাতা- ২ টেবিল চামচ

পেঁয়াজ- ২টি

ডিমের সাদা অংশ- ২টি

আদা বাটা- দেড় টেবিল চামচ

রসুন বাটা- ২ টেবিল চামচ

হলুদ গুঁড়া- আধা চা চামচ

মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

ভাজা জিরার গুঁড়া- ২ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া- ১ চা চামচ

চালের গুঁড়া- ২ টেবিল চামচ

বেসন- ৪ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

তেল- প্রয়োজন অনুযায়ী।

যেভাবে তৈরি করবেন

প্রথমে মুরগির মাংস টুকরা করে কেটে ধুয়ে নিন। টুকরাগুলো বড় করবেন না, ছোট ছোট হলে খেতে বেশি ভালো লাগবে। এরপর বেসন, তেল ও চালের গুঁড়া বাদে বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে নিন। এভাবে রেখে দিন মিনিট দশেক।

এরপর চুলায় তেল গরম হতে দিন। এদিকে মাখানো মুরগির মাংসের সঙ্গে বেসন ও চালের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। তেল গরম হলে তাতে মাংসের টুকরাগুলো সোনালি করে ভেজে তুলুন। চুলায় আঁচ মিডিয়াম লো রাখুন। এতে পাকোড়া ভালোভাবে সেদ্ধ হওয়ার সুযোগ পাবে, পুড়ে যাবে না।

এরপর ইফতারে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ‍চিকেন পাকোড়া।