12:23 am, Friday, 14 November 2025

ইমরান ও সুধা’র ‘বেখেয়ালি মন’

বিনোদন ডেস্ক : মামুন মাল্টিমাডিয়া লাইভ ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে নতুন একটি গান। বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক ইমরান ও সুধা’র ‘বেখেয়ালি মন’ শিরোনামের নতুন গানটি।

‘বেখেয়ালি মন’ গানটির কথা লিখেছেন রবিন ইসলাম এবং সুর সংগীতায়োজন ও করেছেন তিনি। মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান মিজান। কোরিওগ্রাফিতে ছিলেন প্রিন্স খান। সম্পাদনা ও কালার করেছেন হালিম আহমেদ আতিশ।গানটিতে অভিনয় করেছেন মামুন খান এবং রুপা চৌধুরী। গানটি ব্যবহার করা হয়েছে মামুন খান অভিনীত নতুন একটি সিনেমাতে। তবে সিনেমার নামটি আপাতত জানাতে চাচ্ছেন না পরিচালক।

বিষয়টি জানতে অভিনেতা মামুনের সাথে কথা হলে তিনি বলেন, আসলে আমরা যে সিনেমার কাজ শুরু করেছি তা একটা গান আর কিছু সিকুয়িন্স দিয়ে প্রথম লট শেষ করেছি। তবে এখন পর্যন্ত সিনেমার নামটি দেওয়া হয়নি। কিন্তু ১০ তারিখে আমার জন্মদিন বলে পরিচালকের কাছে আবদার করেছি, এই জন্য ঐদিন গানটি প্রকাশ করা হবে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।

মিজান বলেন, ‘বেখেয়ালি মন’ দারুণ একটা কনসেপ্ট। মামুন মাল্টিমাডিয়া লাইভের কর্ণধর মামুন খানের সঙ্গে আমার প্রথম কোন বড় কাজ হচ্ছে,আর এটা সম্পূর্ণ আমার কাছে নতুন একটা ব্যাপার। ওরা দারুণ চেষ্টা করেছে! সব মিলিয়ে সুন্দর একটা কাজ হয়েছে।’

গানটি মামুন মাল্টিমাডিয়া লাইভ ইউটিউব চ্যানেলে ১০ মার্চ প্রকাশ পাবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার  চাতলাপুর  স্থল শুল্ক স্টেশন ব্যবসাযীদের সাথে মত বিনিময় 

ইমরান ও সুধা’র ‘বেখেয়ালি মন’

Update Time : 01:34:21 pm, Monday, 7 March 2022

বিনোদন ডেস্ক : মামুন মাল্টিমাডিয়া লাইভ ব্যানারে প্রকাশ পেতে যাচ্ছে নতুন একটি গান। বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক ইমরান ও সুধা’র ‘বেখেয়ালি মন’ শিরোনামের নতুন গানটি।

‘বেখেয়ালি মন’ গানটির কথা লিখেছেন রবিন ইসলাম এবং সুর সংগীতায়োজন ও করেছেন তিনি। মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান মিজান। কোরিওগ্রাফিতে ছিলেন প্রিন্স খান। সম্পাদনা ও কালার করেছেন হালিম আহমেদ আতিশ।গানটিতে অভিনয় করেছেন মামুন খান এবং রুপা চৌধুরী। গানটি ব্যবহার করা হয়েছে মামুন খান অভিনীত নতুন একটি সিনেমাতে। তবে সিনেমার নামটি আপাতত জানাতে চাচ্ছেন না পরিচালক।

বিষয়টি জানতে অভিনেতা মামুনের সাথে কথা হলে তিনি বলেন, আসলে আমরা যে সিনেমার কাজ শুরু করেছি তা একটা গান আর কিছু সিকুয়িন্স দিয়ে প্রথম লট শেষ করেছি। তবে এখন পর্যন্ত সিনেমার নামটি দেওয়া হয়নি। কিন্তু ১০ তারিখে আমার জন্মদিন বলে পরিচালকের কাছে আবদার করেছি, এই জন্য ঐদিন গানটি প্রকাশ করা হবে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।

মিজান বলেন, ‘বেখেয়ালি মন’ দারুণ একটা কনসেপ্ট। মামুন মাল্টিমাডিয়া লাইভের কর্ণধর মামুন খানের সঙ্গে আমার প্রথম কোন বড় কাজ হচ্ছে,আর এটা সম্পূর্ণ আমার কাছে নতুন একটা ব্যাপার। ওরা দারুণ চেষ্টা করেছে! সব মিলিয়ে সুন্দর একটা কাজ হয়েছে।’

গানটি মামুন মাল্টিমাডিয়া লাইভ ইউটিউব চ্যানেলে ১০ মার্চ প্রকাশ পাবে।