10:41 am, Tuesday, 18 November 2025

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৩৫ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় দখলদার ইসরায়েলের হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ৩৫ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। দখলদারদের হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ২২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক লাখ ৪ হাজার ৫৬৭ জন।

এ ছাড়া ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে, ইসরায়েলের হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৩৫ ফিলিস্তিনি নিহত

Update Time : 07:04:40 am, Monday, 25 November 2024

ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় দখলদার ইসরায়েলের হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ৩৫ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। দখলদারদের হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ২২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক লাখ ৪ হাজার ৫৬৭ জন।

এ ছাড়া ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘের মতে, ইসরায়েলের হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।