11:00 pm, Thursday, 13 November 2025

এইডসে ৬১ রোহিঙ্গার মৃত্যু : সংসদীয় প্রতিবেদন

 অনলাইন ডেস্ক: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়ার পর ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত এইডসে আক্রান্ত হয়ে ৬১ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।বুধবার (১৫ ফেব্রুয়ারি) সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উত্থাপিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কক্সবাজারে এইচআইভি/এইডস, হেপাটাইটিস সি ও ডিপথেরিয়ায় আক্রান্ত হিসেবে এখন পর্যন্ত ৭১০ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬১২ জনই রোহিঙ্গা। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিন ৯৫টি শিশু জন্ম নেয়। সেই হিসেবে ২০২৫ সালে রোহিঙ্গা জনগোষ্ঠী ১২ থেকে ১৩ লাখ পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে কক্সবাজারের বিভিন্ন হোটেলে পাঁচ হাজারের বেশি রোহিঙ্গা নারী দেহ ব্যবসায় সক্রিয় বলে প্রতিবেদনে ওঠে এসেছে।প্রতিবেদনে রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ডের চিত্রও তুলে ধরা হয়। এতে বলা হয়, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বর্তমানে ১০টি দুর্বৃত্ত সংগঠন সক্রিয় রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে প্রায়ই আরসা ও নবী হোসেন ডাকাত দলের সংঘর্ষ হয়, হত্যার ঘটনাও ঘটে। ২০২১ সালে ২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আর ২০২২ সালে তা বেড়ে হয়েছে ৩২টি। তবে চুরি-ডাকাতি, গোলাগুলি, অপহরণ ও মাদকের ঘটনা কিছুটা কমেছে।প্রতিবেদনে জানানো হয়, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা শিবিরে ২২২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯৯টি দুর্ঘটনাজনিত, ৬০টি নাশকতামূলক ও ৬৩টির কারণ এখনও জানা যায়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়েই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্টা করা হবে- এড. আব্দুর রব

এইডসে ৬১ রোহিঙ্গার মৃত্যু : সংসদীয় প্রতিবেদন

Update Time : 06:31:31 pm, Wednesday, 15 February 2023

 অনলাইন ডেস্ক: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়ার পর ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত এইডসে আক্রান্ত হয়ে ৬১ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।বুধবার (১৫ ফেব্রুয়ারি) সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উত্থাপিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কক্সবাজারে এইচআইভি/এইডস, হেপাটাইটিস সি ও ডিপথেরিয়ায় আক্রান্ত হিসেবে এখন পর্যন্ত ৭১০ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬১২ জনই রোহিঙ্গা। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিন ৯৫টি শিশু জন্ম নেয়। সেই হিসেবে ২০২৫ সালে রোহিঙ্গা জনগোষ্ঠী ১২ থেকে ১৩ লাখ পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে কক্সবাজারের বিভিন্ন হোটেলে পাঁচ হাজারের বেশি রোহিঙ্গা নারী দেহ ব্যবসায় সক্রিয় বলে প্রতিবেদনে ওঠে এসেছে।প্রতিবেদনে রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ডের চিত্রও তুলে ধরা হয়। এতে বলা হয়, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বর্তমানে ১০টি দুর্বৃত্ত সংগঠন সক্রিয় রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে প্রায়ই আরসা ও নবী হোসেন ডাকাত দলের সংঘর্ষ হয়, হত্যার ঘটনাও ঘটে। ২০২১ সালে ২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আর ২০২২ সালে তা বেড়ে হয়েছে ৩২টি। তবে চুরি-ডাকাতি, গোলাগুলি, অপহরণ ও মাদকের ঘটনা কিছুটা কমেছে।প্রতিবেদনে জানানো হয়, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গা শিবিরে ২২২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯৯টি দুর্ঘটনাজনিত, ৬০টি নাশকতামূলক ও ৬৩টির কারণ এখনও জানা যায়নি।