10:02 pm, Monday, 17 November 2025

একটা সময় শাকিব আমার পুরুষ ছিল

ডেস্ক রিপোর্ট : সম্পর্কের সুতা কেটে গেলেও শাকিব খান সম্পর্কে অপু বিশ্বাস বেশ নমনীয়। নিজের প্রক্তন ও সন্তানের স্বামী হিসেবে কিং খানকে প্রাপ্য সম্মান দিতে ভোলেন না। সম্প্রতি আবারও বিষয়টি স্পষ্ট হলো অপুর কথায়।

সম্প্রতি এক অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অপু। সেখানে শাকিবকে নিজের পুরুষ হিসেবে উল্লেখ করেন। তার কথায়, ‘একটা সময় আমার পুরুষ হিসেবে ছিলেন তিনি। এখন আমার সন্তানের বাবা হিসেবে।’ এসময় নিজের অপু বিশ্বাস হয়ে ওঠার পেছনে শাকিব খানের অবদানের কথাও উল্লেখ করেন নায়িকা।

চলতি বছরের শুরুতে দুটি সিনেমা এসেছিল অপুর। এরপর নতুন সিনেমায় দেখা যায়নি তাকে। তবে কাজের জায়গা প্রসারিত করেছেন অভিনেত্রী। আত্মপ্রকাশ করেছেন ব্যবসায়ী হিসেবে। রাজধানীর আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন অপু।

উপস্থাপনায়ও নাম লিখিয়েছেন অপু। নিজের ইউটিউব চ্যানেলের জন্য তিনি নির্মাণ করেছেন একটি বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। ‘আড্ডা উইথ অপু বিশ্বাস’- নামের এ অনুষ্ঠানে অপু মুখোমুখি হন, নির্মাতা ও সাংবাদিকরা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

একটা সময় শাকিব আমার পুরুষ ছিল

Update Time : 05:55:27 am, Tuesday, 10 December 2024

ডেস্ক রিপোর্ট : সম্পর্কের সুতা কেটে গেলেও শাকিব খান সম্পর্কে অপু বিশ্বাস বেশ নমনীয়। নিজের প্রক্তন ও সন্তানের স্বামী হিসেবে কিং খানকে প্রাপ্য সম্মান দিতে ভোলেন না। সম্প্রতি আবারও বিষয়টি স্পষ্ট হলো অপুর কথায়।

সম্প্রতি এক অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন অপু। সেখানে শাকিবকে নিজের পুরুষ হিসেবে উল্লেখ করেন। তার কথায়, ‘একটা সময় আমার পুরুষ হিসেবে ছিলেন তিনি। এখন আমার সন্তানের বাবা হিসেবে।’ এসময় নিজের অপু বিশ্বাস হয়ে ওঠার পেছনে শাকিব খানের অবদানের কথাও উল্লেখ করেন নায়িকা।

চলতি বছরের শুরুতে দুটি সিনেমা এসেছিল অপুর। এরপর নতুন সিনেমায় দেখা যায়নি তাকে। তবে কাজের জায়গা প্রসারিত করেছেন অভিনেত্রী। আত্মপ্রকাশ করেছেন ব্যবসায়ী হিসেবে। রাজধানীর আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন অপু।

উপস্থাপনায়ও নাম লিখিয়েছেন অপু। নিজের ইউটিউব চ্যানেলের জন্য তিনি নির্মাণ করেছেন একটি বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। ‘আড্ডা উইথ অপু বিশ্বাস’- নামের এ অনুষ্ঠানে অপু মুখোমুখি হন, নির্মাতা ও সাংবাদিকরা।