9:49 pm, Friday, 14 November 2025

কমলগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জ ওয়াটন প্লাজার ভানুগাছ শাখা কোম্পানির নিজস্ব শো-রুম শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২ মার্চ ভানুগাছ কলেজ রোডে শ-রুমের উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাংবাদিক মোঃ জাফর ইকবাল, সাংবাদিক এ,কে,অলক এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সা, কমলগঞ্জ ধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আহমেদুজ্জামান আলম, মুক্তাদির আহমদ, সাংবাদিক বিকুল চক্রবর্তী, সমরোজ আহমেদ, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওয়ালটন কোম্পানীর চীফ ডিভশনাল অফিসার মোঃ ইমরোজ হায়দার খাঁন, চীফ মোঃআরিফুল ইসলাম(ডেপুটি অপারেটিব ডিরেক্টর),চীফ ডিভিশনাল অফিসার শাহাদত হেসেন, প্লাজা ম্যানেজার মোঃ মঞ্জুরুল ইসলাম,শ্রীমঙ্গল রোড প্লাজার ম্যানেজার মোঃ ছানোয়ার হোসেন, রিজন্যাল সেলস্ ম্যানেজার কামরুল হাসান, সুমন রায় চৌধূরী, রিজন্যাল ক্রেডিড ম্যানেজার নুর মোহাম্মদ,শ্রীমঙ্গল প্লাজার ম্যানেজার আব্দুল আহাদ, হবিগঞ্জ প্লাজার মাহফুজুর রহমান, বিয়ানিবাজার প্লাজার সোহেল রানা, কুলাউড়া প্লাজার সোহেল মিয়া, নোয়াপাড়া প্লাজার আমিরুল ইসলাম মানিক, মাধবপুর প্লাজার মোঃআব্দুল বাছেদ, ভানুগাছ প্লাজার ইমতিয়াজ মাহমুদ, নবীগঞ্জ প্লাজার হাবিবুর রহমান সহ অন্যান কর্মকর্তা বৃন্দ।

 

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারের জেলা প্রশাসক ইসরাঈল হোসেন বদলি হয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন তৌহিদুজ্জামান পাভেল

কমলগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্বোধন

Update Time : 01:51:00 pm, Wednesday, 2 March 2022

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জ ওয়াটন প্লাজার ভানুগাছ শাখা কোম্পানির নিজস্ব শো-রুম শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২ মার্চ ভানুগাছ কলেজ রোডে শ-রুমের উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাংবাদিক মোঃ জাফর ইকবাল, সাংবাদিক এ,কে,অলক এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সা, কমলগঞ্জ ধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আহমেদুজ্জামান আলম, মুক্তাদির আহমদ, সাংবাদিক বিকুল চক্রবর্তী, সমরোজ আহমেদ, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওয়ালটন কোম্পানীর চীফ ডিভশনাল অফিসার মোঃ ইমরোজ হায়দার খাঁন, চীফ মোঃআরিফুল ইসলাম(ডেপুটি অপারেটিব ডিরেক্টর),চীফ ডিভিশনাল অফিসার শাহাদত হেসেন, প্লাজা ম্যানেজার মোঃ মঞ্জুরুল ইসলাম,শ্রীমঙ্গল রোড প্লাজার ম্যানেজার মোঃ ছানোয়ার হোসেন, রিজন্যাল সেলস্ ম্যানেজার কামরুল হাসান, সুমন রায় চৌধূরী, রিজন্যাল ক্রেডিড ম্যানেজার নুর মোহাম্মদ,শ্রীমঙ্গল প্লাজার ম্যানেজার আব্দুল আহাদ, হবিগঞ্জ প্লাজার মাহফুজুর রহমান, বিয়ানিবাজার প্লাজার সোহেল রানা, কুলাউড়া প্লাজার সোহেল মিয়া, নোয়াপাড়া প্লাজার আমিরুল ইসলাম মানিক, মাধবপুর প্লাজার মোঃআব্দুল বাছেদ, ভানুগাছ প্লাজার ইমতিয়াজ মাহমুদ, নবীগঞ্জ প্লাজার হাবিবুর রহমান সহ অন্যান কর্মকর্তা বৃন্দ।