কমলগঞ্জ প্রতিনিধি :মৌলভীবাজারের কমলগঞ্জে বাঙালির লোকজ ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ শীতকালের দিনব্যাপী পিঠামেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার শমশেরনগরে আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে দ্বিতীয় বারের মতো এই পিঠা মেলার আয়োজন করা হয়।
সরেজমিনে পিঠামেলা ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের প্রাঙ্গনে বাঙালির বিভিন্ন ধরনের পিঠাপুলি নিয়ে ভিন্ন নামে ৭ টি স্টল বসেছে। একেকটি স্টল ভিন্ন ভাবে সাজানো হয়েছে। পিঠামেলা দেখতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকসহ ও নানা পেশার মানুষ ভীর করছেন। মেলার একপাশে মুক্ত মঞ্চ রয়েছে এখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ-গান ও কবিতা আবৃত্তি করছে।
পিঠামেলায় আসা ক্ষুদে শিক্ষার্থীরা বলেন, মেলায় এসে আমাদের অনেক ভালো লাগছে। এখানে অনেক ধরনের পিঠা দেখেছি যা আগে কখনো দেখিনি। মেলায় আমদের সাথে পরিবারের অনেকেই এসেছেন।
আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু বলেন, এই পিঠামেলা আমাদের দ্বিতীয় আয়োজন। পিঠামেলায় বিদ্যালয়ের বাচ্চারা অনেক আনন্দ করে। তাদের সাথে অভিভাবকরাও আসন। বিভিন্ন ধরনের পিঠাপুলি নিয়ে স্টল গুলো সাজানো হয়েছে। এখানে হাজরি বিরিয়ানিও পাওয়া যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা পেশার মানুষ মেলায় আসেন। এখানে ৭টি স্টলে হরেক রকমের পিঠা প্রদর্শন, বিক্রয় ও বিতরণ করা হয়েছে।
9:08 am, Tuesday, 18 November 2025
News Title :
কমলগঞ্জে দিনব্যাপী পিঠামেলা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:43:43 am, Thursday, 30 January 2025
- 153 Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
Tag :
Popular Post





























