9:53 pm, Friday, 14 November 2025

কমলগঞ্জে সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধার করছে বন বিভাগ। রোববার (৩১ জুলাই) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রামে বসবাসরত মো. শাহিন সাপুড়ের কাছ থেকে এ গুলো উদ্ধার করা হয়।
জানা যায়, কমলগঞ্জের শাহিন সাপুড় গত শুক্রবার উপজেলার পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামের একটি বাসা থেকে ২টি দাঁড়াস সাপ ও গতকাল শনিবার টিলাগাও এলাকার এক বাসা থেকে ২টি দুধরাজ সাপ ধরে নিয়ে আসে। বিষয়টি গত শনিবার (৩০ জুলাই) রাতে বন বিভাগের এর কাছে এ খবর আসলে বন বিভাগ শাহিন সাপুড়ের সাথে যোগাযোগ করে সাপ ৪টি উদ্ধার করে নিয়ে আসা হয়।
উদ্ধারকৃত ৪টি সাপ বিকেলে বন বিভাগেরের উপস্থিতিতে জানকিছড়া রেস্কিউ সেন্টারে অবমুক্ত করা হয়।
এ ব্যাপারে লাউয়াছড়া রেঞ্জবন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শাহিন সাপুরের কাছে ৪টি সাপ আছে,পরে দায়িত্বরত বন কর্মকর্তাদের নির্দেশ দেই সাপগুলো উদ্ধার করে নিয়ে আসতে পরে তারা নিয়ে আসে,তারপর তাদের মাধ্যমে জানতে পারি সাপগুলো সুস্থ আছে,পরে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।

 

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারের জেলা প্রশাসক ইসরাঈল হোসেন বদলি হয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন তৌহিদুজ্জামান পাভেল

কমলগঞ্জে সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধার

Update Time : 01:14:04 pm, Monday, 1 August 2022

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধার করছে বন বিভাগ। রোববার (৩১ জুলাই) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রামে বসবাসরত মো. শাহিন সাপুড়ের কাছ থেকে এ গুলো উদ্ধার করা হয়।
জানা যায়, কমলগঞ্জের শাহিন সাপুড় গত শুক্রবার উপজেলার পৌর এলাকার উত্তর আলেপুর গ্রামের একটি বাসা থেকে ২টি দাঁড়াস সাপ ও গতকাল শনিবার টিলাগাও এলাকার এক বাসা থেকে ২টি দুধরাজ সাপ ধরে নিয়ে আসে। বিষয়টি গত শনিবার (৩০ জুলাই) রাতে বন বিভাগের এর কাছে এ খবর আসলে বন বিভাগ শাহিন সাপুড়ের সাথে যোগাযোগ করে সাপ ৪টি উদ্ধার করে নিয়ে আসা হয়।
উদ্ধারকৃত ৪টি সাপ বিকেলে বন বিভাগেরের উপস্থিতিতে জানকিছড়া রেস্কিউ সেন্টারে অবমুক্ত করা হয়।
এ ব্যাপারে লাউয়াছড়া রেঞ্জবন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম সাপুড়ের কাছ থেকে ৪টি সাপ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শাহিন সাপুরের কাছে ৪টি সাপ আছে,পরে দায়িত্বরত বন কর্মকর্তাদের নির্দেশ দেই সাপগুলো উদ্ধার করে নিয়ে আসতে পরে তারা নিয়ে আসে,তারপর তাদের মাধ্যমে জানতে পারি সাপগুলো সুস্থ আছে,পরে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়।