6:25 pm, Monday, 17 November 2025

কমলগঞ্জ পাহাড়ি এলাকা থেকে তিলানাগ ঈগল উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পুরানবাড়ী এলাকায় তিলানাগ ঈগল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) বিকালে কমলগঞ্জ উপজেলার পুরানবাড়ী এলাকা নামক স্থানে লেবু বাগান থেকে আহত অবস্থায় এটি উদ্ধার করেন বাগান মালিক মো. শাহেদ আহমদ। পরে তিলা নাগ ইগলটিকে শ্রীমঙ্গল উপজেলার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেনজারড ওয়াইল্ডলাইফ’র (সিইউ) কাছে দিয়ে দেওয়া হয়।

ঈগলটি এখন শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে।

সংগঠনটির সদস্য খোকন তানজুম বলেন, ঈগলটি পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। খাবার ও চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঈগলটি সুস্থ হতে বেশ সময় লাগবে।

তিলানাগ ঈগলের ইংরেজি নাম Crested Serpent Eagle এবং বৈজ্ঞানিক নাম Spilornis cheela। এই পাখিটি আকারে চিলের মতো।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার জোনের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, অসুস্থ ঈগলটিকে আমাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জ পাহাড়ি এলাকা থেকে তিলানাগ ঈগল উদ্ধার

Update Time : 06:27:59 am, Tuesday, 12 July 2022

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পুরানবাড়ী এলাকায় তিলানাগ ঈগল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) বিকালে কমলগঞ্জ উপজেলার পুরানবাড়ী এলাকা নামক স্থানে লেবু বাগান থেকে আহত অবস্থায় এটি উদ্ধার করেন বাগান মালিক মো. শাহেদ আহমদ। পরে তিলা নাগ ইগলটিকে শ্রীমঙ্গল উপজেলার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেনজারড ওয়াইল্ডলাইফ’র (সিইউ) কাছে দিয়ে দেওয়া হয়।

ঈগলটি এখন শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে।

সংগঠনটির সদস্য খোকন তানজুম বলেন, ঈগলটি পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। খাবার ও চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঈগলটি সুস্থ হতে বেশ সময় লাগবে।

তিলানাগ ঈগলের ইংরেজি নাম Crested Serpent Eagle এবং বৈজ্ঞানিক নাম Spilornis cheela। এই পাখিটি আকারে চিলের মতো।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার জোনের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, অসুস্থ ঈগলটিকে আমাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে।