9:20 pm, Monday, 17 November 2025

কুলাউড়ায় পুকুরে ডুবে হাসানের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে মাহমুদুর রহমান হাসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ জুলাই) বিকেলে পৌরসভার উছলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাসান ওই এলাকার মো. রব মিয়ার ছেলে।

নিহত শিশু হাসানের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পিছনে হাসান খেলাধুলা করছিল। এ সময় পরিবারের অজান্তে সে বাড়ির পিছনে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখেন। পরে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় পুকুরে ডুবে হাসানের মৃত্যু

Update Time : 10:56:11 am, Saturday, 30 July 2022

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে মাহমুদুর রহমান হাসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ জুলাই) বিকেলে পৌরসভার উছলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাসান ওই এলাকার মো. রব মিয়ার ছেলে।

নিহত শিশু হাসানের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পিছনে হাসান খেলাধুলা করছিল। এ সময় পরিবারের অজান্তে সে বাড়ির পিছনে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখেন। পরে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।