7:19 pm, Monday, 17 November 2025

খোলামেলা পোশাকে পূজা, কটাক্ষের মুখে দিশা পাটানি

অনলাইন ডেস্ক:  বারাণসীতে নতুন সিনেমার শুটিং করছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। সেই শুটিংয়ের ফাঁকে কাশী বিশ্বনাথ দর্শন ও দশাশ্বমেধ ঘাটে আরতি ও পূজা করেন। তবে সেসময় তার যে পোশাক পড়া ছিল সেজন্য নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হলো দিশাকে।

 

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, ক্রপ টপ পরে দশাশ্বমেধ ঘাটে আরতি করছিলেন দিশা। ছোট পোশাক পরে গঙ্গার ঘাটে আরতি করায় সবার নজর গিয়ে পড়েছিল অভিনেত্রীড় উপর। দিশা সেটা বুঝতে পেরেই নিজেকে ছোট চাদর দিয়ে ঢেকে নেন। আর সেই ভিডিও দেখেই হইহই কাণ্ড নেটপাড়ায়।
নেটিজেনদের একাংশ দিশাকে নোংরা ভাবে কটাক্ষ করতে শুরু করেন। অনেকেই বলেন, এরকম পোশাকে পূজা কীভাবে করতে পারেন কেউ। অনেকের মতে এটা একেবারেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে যায় না। তবে এই ভিডিও ভাইরাল হলেও, ঘটনা নিয়ে মুখ খোলেননি দিশা।

Tag :
About Author Information

Sirajul Islam

খোলামেলা পোশাকে পূজা, কটাক্ষের মুখে দিশা পাটানি

Update Time : 10:54:04 am, Friday, 21 April 2023

অনলাইন ডেস্ক:  বারাণসীতে নতুন সিনেমার শুটিং করছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। সেই শুটিংয়ের ফাঁকে কাশী বিশ্বনাথ দর্শন ও দশাশ্বমেধ ঘাটে আরতি ও পূজা করেন। তবে সেসময় তার যে পোশাক পড়া ছিল সেজন্য নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হলো দিশাকে।

 

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, ক্রপ টপ পরে দশাশ্বমেধ ঘাটে আরতি করছিলেন দিশা। ছোট পোশাক পরে গঙ্গার ঘাটে আরতি করায় সবার নজর গিয়ে পড়েছিল অভিনেত্রীড় উপর। দিশা সেটা বুঝতে পেরেই নিজেকে ছোট চাদর দিয়ে ঢেকে নেন। আর সেই ভিডিও দেখেই হইহই কাণ্ড নেটপাড়ায়।
নেটিজেনদের একাংশ দিশাকে নোংরা ভাবে কটাক্ষ করতে শুরু করেন। অনেকেই বলেন, এরকম পোশাকে পূজা কীভাবে করতে পারেন কেউ। অনেকের মতে এটা একেবারেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে যায় না। তবে এই ভিডিও ভাইরাল হলেও, ঘটনা নিয়ে মুখ খোলেননি দিশা।