ডেস্ক রিপোর্ট : ভারতের গুজরাটের নাভসারি এলাকায় বাস দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেনে। এতে আহত হয়েছেন আরও ৩২ জন।
আজ শনিবার আহমেদাবাদ-মুম্বাই হাইওয়ের নাভসারি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
ডেপুটি পুলিশ সুপার ভিএন প্যাটেল জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। এ ছাড়া বাকিদের উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় আহতদের ১৭ জনকে ভালসারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ১৪ জনকে নবসারির হাসপাতালে ভর্তি করা হয় এবং একজনকে চিকিৎসার প্রয়োজনে সুরাট স্থানান্তর করা হয়েছে।
নবসারির পুলিশ সুপার রুশিকেশ উপাধ্যায় বলেছেন, যারা মারা গেছেন তাদের সবাই অঙ্কলেশ্বরের বাসিন্দা এবং ভালসাদ থেকে তাদের নিজ শহরে ফেরার পথে এই দুর্ঘটনায় ঘটে।
12:59 am, Friday, 14 November 2025
News Title :
গুজরাটে বাস দুর্ঘটনায় নিহত ৯
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:06:54 am, Saturday, 31 December 2022
- 312 Time View
Tag :
Popular Post





























