8:30 pm, Thursday, 13 November 2025

গ্রিজম্যানের নৈপুণ্যে অ্যাথলেটিকোর জয়

ডেস্ক রিপোর্ট : আঁতোয়ান গ্রিজম্যানের নৈপুণ্যে শনিবার লা লিগায় অসহায় ভ্যালেন্সিয়কে ৩-০ গোলে পরাজিত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

মেট্রোপালিটানোতে ফরাসি ফরোয়ার্ড দলের হয়ে গোলের খাতা খুলেন। এরপর দিয়েগো সিমিওনের দলের দাপুটে জয়ে অনেকটা একক নৈপুণ্য দেখিয়ে স্বাগতিক সমর্থকদের অকুণ্ঠ সমর্থন আদায় করে নিয়েছেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়ানিক কারাসকো অ্যাথলেটিকোর ব্যবধান দ্বিগুণ করেন। এরপর থমানস লেমারের আরও এক গোলে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত হয়।

এই জয়ে চতুর্থ স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের থেকে ৬ পয়েন্ট এগিয়ে এ্যাথলেটিকো টেবিলের তৃতীয় স্থান শক্তিশালী করেছে। অন্যদিকে পরাজিত ভ্যালেন্সিয়া গেতাফের সাথে সমান ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানেই থাকল।

এ নিয়ে শেষ ছয় ম্যাচে পঞ্চম জয় তুলে নিল অ্যাথলেটিকো। মৌসুমের প্রথম ভাগে যা দেখাতে পারেনি সেটাই এখন প্রমান করছে সিমিওনের শিষ্যরা। অ্যাথলেটিকো মিডফিল্ডার মার্কোস লোরেন্টে ম্যাচ শেষে বলেছেন, ‘বিশ^কাপের আগে আমাদের কোনকিছুই পরিকল্পনা মাফিক হচ্ছিলনা। এখন সবকিছুই আমাদের আছে। পুরো দল খুশি। সবাই এখন জয়ের জন্যই মাঠে নামে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যতটা সম্ভব উপরে থেকে লিগ শেষ করা। আমরা সবাই জানি আমাদের সামনে এখন শুধু লা লিগা ছাড়া আর কিছুই অবশিষ্ঠ নেই। আমরাও বড় দল, সে কারনেই উপরে ওঠার সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাব।’

অ্যাথলেটিকোর হয়ে দুটি ভালো সুযোগ নষ্ট করেছেন মেমফিস ডিপে। ২৩ মিনিটে লোরেন্টের সহায়তায় গ্রিজম্যান দলকে এগিয়ে দেন। এ নিয়ে মৌসুমে নবম গোল করছেন গ্রিজম্যান। হুগো ডুরোর গোলে ভ্যালেন্সিয়া কিছুক্ষনের মধ্যে সমতায় ফিরেছিল। কিন্তু ফাউলের কারনে ভিএআর তা বাতিল করে দেয়।

প্রথমার্ধ উভয় দলই একে অপরের ওপড় চড়াও হলেও দ্বিতীয়ার্ধ পুরোটাই নিজেদের করে নিয়েছিল অ্যাথলেটিকো। ৪৯ মিনিটে কারাসকো পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ৬৭ মিনিটে গ্রীজম্যান দারুন এক পাস দেন আলভারো মোরাতার দিকে। ভ্যালেন্সিয়া ডিফেন্ডার এরে কোমার্টকে কাটিয়ে মোরাতার ক্রসে লেমার হেডের সাহায্যে দলের হয়ে তৃতীয় গোলটি করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়েই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্টা করা হবে- এড. আব্দুর রব

গ্রিজম্যানের নৈপুণ্যে অ্যাথলেটিকোর জয়

Update Time : 09:40:29 am, Sunday, 19 March 2023

ডেস্ক রিপোর্ট : আঁতোয়ান গ্রিজম্যানের নৈপুণ্যে শনিবার লা লিগায় অসহায় ভ্যালেন্সিয়কে ৩-০ গোলে পরাজিত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

মেট্রোপালিটানোতে ফরাসি ফরোয়ার্ড দলের হয়ে গোলের খাতা খুলেন। এরপর দিয়েগো সিমিওনের দলের দাপুটে জয়ে অনেকটা একক নৈপুণ্য দেখিয়ে স্বাগতিক সমর্থকদের অকুণ্ঠ সমর্থন আদায় করে নিয়েছেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়ানিক কারাসকো অ্যাথলেটিকোর ব্যবধান দ্বিগুণ করেন। এরপর থমানস লেমারের আরও এক গোলে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত হয়।

এই জয়ে চতুর্থ স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের থেকে ৬ পয়েন্ট এগিয়ে এ্যাথলেটিকো টেবিলের তৃতীয় স্থান শক্তিশালী করেছে। অন্যদিকে পরাজিত ভ্যালেন্সিয়া গেতাফের সাথে সমান ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানেই থাকল।

এ নিয়ে শেষ ছয় ম্যাচে পঞ্চম জয় তুলে নিল অ্যাথলেটিকো। মৌসুমের প্রথম ভাগে যা দেখাতে পারেনি সেটাই এখন প্রমান করছে সিমিওনের শিষ্যরা। অ্যাথলেটিকো মিডফিল্ডার মার্কোস লোরেন্টে ম্যাচ শেষে বলেছেন, ‘বিশ^কাপের আগে আমাদের কোনকিছুই পরিকল্পনা মাফিক হচ্ছিলনা। এখন সবকিছুই আমাদের আছে। পুরো দল খুশি। সবাই এখন জয়ের জন্যই মাঠে নামে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যতটা সম্ভব উপরে থেকে লিগ শেষ করা। আমরা সবাই জানি আমাদের সামনে এখন শুধু লা লিগা ছাড়া আর কিছুই অবশিষ্ঠ নেই। আমরাও বড় দল, সে কারনেই উপরে ওঠার সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাব।’

অ্যাথলেটিকোর হয়ে দুটি ভালো সুযোগ নষ্ট করেছেন মেমফিস ডিপে। ২৩ মিনিটে লোরেন্টের সহায়তায় গ্রিজম্যান দলকে এগিয়ে দেন। এ নিয়ে মৌসুমে নবম গোল করছেন গ্রিজম্যান। হুগো ডুরোর গোলে ভ্যালেন্সিয়া কিছুক্ষনের মধ্যে সমতায় ফিরেছিল। কিন্তু ফাউলের কারনে ভিএআর তা বাতিল করে দেয়।

প্রথমার্ধ উভয় দলই একে অপরের ওপড় চড়াও হলেও দ্বিতীয়ার্ধ পুরোটাই নিজেদের করে নিয়েছিল অ্যাথলেটিকো। ৪৯ মিনিটে কারাসকো পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ৬৭ মিনিটে গ্রীজম্যান দারুন এক পাস দেন আলভারো মোরাতার দিকে। ভ্যালেন্সিয়া ডিফেন্ডার এরে কোমার্টকে কাটিয়ে মোরাতার ক্রসে লেমার হেডের সাহায্যে দলের হয়ে তৃতীয় গোলটি করেন।