ডেস্ক রিপোর্ট : আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দল পাবে ২.২৪ (২২ লক্ষ ৪০ হাজার) মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ কোটি ২২ লক্ষ টাকা।
টুর্নামেন্টে রানার্স আপ হওয়া দল পাবে ১১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১৩ কোটি টাকারও বেশি। এছাড়া সেমিফাইনালে ওঠা বাকি দুই দল পাবে ৫ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার (প্রায় ৭ কোটি) করে।
এর আগে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির আসর বসেছিল ইংল্যান্ডে ২০১৭ সালে। সেই টুর্নামেন্টের তুলনায় এবার প্রাইজমানি ৫৩ শতাংশ বাড়ানো হয়েছে। সবমিলিয়ে ৬৯ লক্ষ মার্কিন ডলারের পুরস্কার দেওয়া হবে। টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আটটি দলকে প্রত্যেককে ১ লক্ষ ২৫ হাজার ডলার পা দেড় কোটি টাকার বেশি দেওয়া হবে।
গ্রুপপর্বের একটি জয়ও অনেক গুরুত্বপূর্ণ। কারণ গ্রুপপর্বে এক ম্যাচ জিতলেই পাওয়া যাবে ৩৪ হাজার ডলারেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় যা ৪১ লাখেরও বেশি। টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ হওয়া দুই দল পাবে ৩ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার (৪ কোটি ২৩ লাখ টাকা প্রায়) করে। আর সপ্তম ও অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দুই দল পাবে ১ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা।
১৯৯৬ সালের পর এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টের আয়োজন করছে পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। যেখানে দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। ২০১৭ সালের পর এই প্রথম হতে যাওয়া টুর্নামেন্টটির গ্রুপ ‘এ’-তে আছে, পাকিস্তান (বর্তমান চ্যাম্পিয়ন), ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ। গ্রুপ ‘বি’-তে লড়বে অস্ট্রেলিয়া (বিশ্বকাপ চ্যাম্পিয়ন), দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে। টুর্নামেন্টটি চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হবে হাইব্রিড পদ্ধতিতে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
12:41 am, Friday, 14 November 2025
News Title :
চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি ও ভেন্যু ঘোষণা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:16:44 am, Friday, 14 February 2025
- 161 Time View
Tag :
Popular Post





























