10:01 am, Friday, 14 November 2025

জেইন মালিক-সেলেনা গোমেজের সম্পর্ক নিয়ে গুঞ্জন

বিনোদন ডেস্ক : সম্প্রতি হলিউডে সাড়া ফেলে দিয়েছে জেইন মালিক-সেলেনা গোমজের সম্পর্ক। জনপ্রিয় মডেল গিগি হাদিদের সঙ্গে বিচ্ছেদের পরই সেলেনার সঙ্গে সম্পর্কে জড়ান গায়ক। নিউ ইয়র্কের একটি রেস্তরাঁয় তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। শুধু তাই নয়, একে অপরের ঠোঁটে ঠোঁট করে চুমু খেতেও দেখা গিয়েছে দুই তারকাকে, তারপরেই জল্পনা শুরু। এবার আসল সত্যিটা সামনে আনলেন জেইনের বোন। ভাইয়ের লাভ লাইফের পর্দা ফাঁস করলেন সাফা আজাদ মালিক।

না সরাসরি মুখ খোলেননি, তবে কিছুটা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যা রটেছে তার কিছু তো ঘটেছে। সম্প্রতি ভাইয়ের সঙ্গে সেলেনার এই প্রেমের জল্পনার মাঝে তিনি হবু ভাবীর একটি ছবি পোস্ট করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেলেনা গোমজের একটি বিকিনি পরা ছবি শেয়ার করেছেন সাফা। তারপরেই নেটবাসীদের অনুমান জল্পনাই সত্যিই জেইনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন সেলেনা।

প্রসঙ্গত, জেইন মালিকের তিন বোন দোনিয়া, ওয়ালিহা ও সাফা। জনপ্রিয় আমেরিকান মডেল গিগি হাদিদের সঙ্গে বিচ্ছেদের পর সেলেনার সঙ্গে সম্পর্কে জড়ায় সংগীতশিল্পী। তবে গিগি আর জেইনের একটি মেয়ে আছে। একমাত্র মেয়ের দায়িত্ব দুজনই নিয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

ব্যাংক অফিসার্স এসোসিয়েশন ‘মৌলভীবাজার এর নবগঠিত কমিটির পরিচিত সভা ও নৈশভোজ অনুষ্ঠিত, ১৩/১১/২০২৫

জেইন মালিক-সেলেনা গোমেজের সম্পর্ক নিয়ে গুঞ্জন

Update Time : 06:58:35 am, Thursday, 30 March 2023

বিনোদন ডেস্ক : সম্প্রতি হলিউডে সাড়া ফেলে দিয়েছে জেইন মালিক-সেলেনা গোমজের সম্পর্ক। জনপ্রিয় মডেল গিগি হাদিদের সঙ্গে বিচ্ছেদের পরই সেলেনার সঙ্গে সম্পর্কে জড়ান গায়ক। নিউ ইয়র্কের একটি রেস্তরাঁয় তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। শুধু তাই নয়, একে অপরের ঠোঁটে ঠোঁট করে চুমু খেতেও দেখা গিয়েছে দুই তারকাকে, তারপরেই জল্পনা শুরু। এবার আসল সত্যিটা সামনে আনলেন জেইনের বোন। ভাইয়ের লাভ লাইফের পর্দা ফাঁস করলেন সাফা আজাদ মালিক।

না সরাসরি মুখ খোলেননি, তবে কিছুটা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যা রটেছে তার কিছু তো ঘটেছে। সম্প্রতি ভাইয়ের সঙ্গে সেলেনার এই প্রেমের জল্পনার মাঝে তিনি হবু ভাবীর একটি ছবি পোস্ট করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেলেনা গোমজের একটি বিকিনি পরা ছবি শেয়ার করেছেন সাফা। তারপরেই নেটবাসীদের অনুমান জল্পনাই সত্যিই জেইনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন সেলেনা।

প্রসঙ্গত, জেইন মালিকের তিন বোন দোনিয়া, ওয়ালিহা ও সাফা। জনপ্রিয় আমেরিকান মডেল গিগি হাদিদের সঙ্গে বিচ্ছেদের পর সেলেনার সঙ্গে সম্পর্কে জড়ায় সংগীতশিল্পী। তবে গিগি আর জেইনের একটি মেয়ে আছে। একমাত্র মেয়ের দায়িত্ব দুজনই নিয়েছেন।