9:08 pm, Thursday, 13 November 2025

দেশের ৩৮ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’

ডেস্ক রিপোর্ট : সিনেমা হল মালিকদের আবেদনের প্রেক্ষিত্রে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউডের ‘পাঠান’ সিনেমা।

শুক্রবার (১২ মে) ৩৮ সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। এরইমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিক্রি শুরু হয়েছে অগ্রিম টিকিট।

ঢাকার স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, লায়নস, মানিকগঞ্জের নবীন, বগুড়ার মধুবনসহ দেশের অনেক প্রেক্ষাগৃহে ইতোমধ্যে ‘পাঠানে’র পোস্টার টানানো হয়েছে।

সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন বলেন, “সারাদেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। নিজস্ব সার্ভারের আওতায় ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। থাকছে ই-টিকেটিং ও বক্স অফিস। এতে সহজেই বোঝা যাবে ‘পাঠান’ কত টাকা আয় করবে। অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। কয়েকটি শোয়ের টিকিট শেষ হয়ে গেছে।’

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৫ জানুয়ারি। এতে অভিনয় করেছেন শাহরুখ খান। এ ছাড়া আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকে।

মুক্তির এক মাসে সিনেমাটির আয় হাজার কোটি ছাড়ায়। বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসাসফল ছবি হওয়ার গৌরব অর্জন করেছে এই ছবি।

Tag :
About Author Information

Sirajul Islam

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়েই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্টা করা হবে- এড. আব্দুর রব

দেশের ৩৮ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’

Update Time : 08:10:32 am, Tuesday, 9 May 2023

ডেস্ক রিপোর্ট : সিনেমা হল মালিকদের আবেদনের প্রেক্ষিত্রে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলিউডের ‘পাঠান’ সিনেমা।

শুক্রবার (১২ মে) ৩৮ সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। এরইমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিক্রি শুরু হয়েছে অগ্রিম টিকিট।

ঢাকার স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, লায়নস, মানিকগঞ্জের নবীন, বগুড়ার মধুবনসহ দেশের অনেক প্রেক্ষাগৃহে ইতোমধ্যে ‘পাঠানে’র পোস্টার টানানো হয়েছে।

সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন বলেন, “সারাদেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। নিজস্ব সার্ভারের আওতায় ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। থাকছে ই-টিকেটিং ও বক্স অফিস। এতে সহজেই বোঝা যাবে ‘পাঠান’ কত টাকা আয় করবে। অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। কয়েকটি শোয়ের টিকিট শেষ হয়ে গেছে।’

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৫ জানুয়ারি। এতে অভিনয় করেছেন শাহরুখ খান। এ ছাড়া আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকে।

মুক্তির এক মাসে সিনেমাটির আয় হাজার কোটি ছাড়ায়। বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসাসফল ছবি হওয়ার গৌরব অর্জন করেছে এই ছবি।