1:16 pm, Tuesday, 18 November 2025

নিউ সুপার মার্কেটে আগুন : ফায়ার সার্ভিসের সদস্যসহ আহত ১৭

ডেস্ক রিপোর্ট : রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে অসুস্থ হওয়ায় ফায়ার সার্ভিসের ১০ সদস্যসহ ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের সবাইকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ফায়ার সার্ভিস কর্মীরা হলেন, মো. রাসেল (২২), শান্ত (২৪), মো. তৌফিক (২৩), মো. রিফাত (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫) ও শরিফুল (২৪)।

আহতদের অন্যদের মধ্যে একজন ভলান্টিয়ার, একজন দোকান মালিক এবং পাঁচজন দোকান কর্মচারী রয়েছেন। তারা হলেন, মো. বায়জিদ (২৫), মো. হাসান (২০), মো. রিমন (২৮), মো. কামাল হোসেন (৩৩), মো. ফিরোজ আলম (৩০), মো. জিসান (১৮) ও দোকান মালিক জীবন (৩০)।

শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে প্রথমে তিন ফায়ার সার্ভিস সদস্যসহ চারজনকে এবং পরে একে একে আরও ১৩ জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা। ১৭ জনকেই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিউমার্কেট থেকে আগুনের ঘটনায় ১৭ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে রেখে অক্সিজেন দেওয়া হচ্ছে।

এদিন ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে সাড়ে তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি নিউমার্কেটের আগুন। সকাল ৯টা ১০ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন স্বেচ্ছাসেবীরাও।

Tag :
About Author Information

Sirajul Islam

নিউ সুপার মার্কেটে আগুন : ফায়ার সার্ভিসের সদস্যসহ আহত ১৭

Update Time : 07:02:23 am, Saturday, 15 April 2023

ডেস্ক রিপোর্ট : রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে অসুস্থ হওয়ায় ফায়ার সার্ভিসের ১০ সদস্যসহ ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের সবাইকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ফায়ার সার্ভিস কর্মীরা হলেন, মো. রাসেল (২২), শান্ত (২৪), মো. তৌফিক (২৩), মো. রিফাত (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫) ও শরিফুল (২৪)।

আহতদের অন্যদের মধ্যে একজন ভলান্টিয়ার, একজন দোকান মালিক এবং পাঁচজন দোকান কর্মচারী রয়েছেন। তারা হলেন, মো. বায়জিদ (২৫), মো. হাসান (২০), মো. রিমন (২৮), মো. কামাল হোসেন (৩৩), মো. ফিরোজ আলম (৩০), মো. জিসান (১৮) ও দোকান মালিক জীবন (৩০)।

শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে প্রথমে তিন ফায়ার সার্ভিস সদস্যসহ চারজনকে এবং পরে একে একে আরও ১৩ জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা। ১৭ জনকেই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিউমার্কেট থেকে আগুনের ঘটনায় ১৭ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে রেখে অক্সিজেন দেওয়া হচ্ছে।

এদিন ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে সাড়ে তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি নিউমার্কেটের আগুন। সকাল ৯টা ১০ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন স্বেচ্ছাসেবীরাও।