11:51 pm, Thursday, 13 November 2025

নিজ ফ্ল্যাট থেকে মালায়লাম অভিনেত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: মৃত অবস্থায় পাওয়া গেলো মালায়লাম অভিনেত্রী রেঞ্জুশা মেননকে। সোমবার (৩০ অক্টোবর) ৩৫ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী। অভিনেত্রীকে কেরালার তিরভানন্তপুরমের করিয়ামে তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার আকস্মিক মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

 

কেরালার পুলিশ কর্মকর্তারা তার মৃত্যুর তদন্ত চালাচ্ছেন। জানা গেছে, অভিনেত্রী কয়েক মাস ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন। মালায়লাম চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে কাজ করার পাশাপাশি তিনি টেলিভিশন সিরিয়ালে লাইন প্রযোজক হিসেবেও কাজ করেছেন। সিনেমায় পা রাখার আগে রেঞ্জুশা একজন টেলিভিশন উপস্থাপিকা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। এটি একটি তারকা টিভি শো, যা তাকে জনপ্রিয়তা এনে দেয়। এরপর টেলিভিশন সিরিয়ালে কাজ শুরু করেন অভিনেত্রী। তিনি ‘স্ত্রী’, ‘নিজলাত্তম’, ‘মাগালুদে আম্মা’ ও ‘বালামনি’র মতো টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন।এরপর বড় পর্দায় অভিষেক হয় রেঞ্জুশার। অভিনেত্রী ‘সিটি অফ গড’, ‘বোম্বে ১২ মার্চ’, ‘লিসামায়ুদে ভিদু’, ‘অথভুথা দ্বীপু’ ও ‘কার্যস্থান’-এর মতো চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়েই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্টা করা হবে- এড. আব্দুর রব

নিজ ফ্ল্যাট থেকে মালায়লাম অভিনেত্রীর মরদেহ উদ্ধার

Update Time : 11:35:15 am, Monday, 30 October 2023

অনলাইন ডেস্ক: মৃত অবস্থায় পাওয়া গেলো মালায়লাম অভিনেত্রী রেঞ্জুশা মেননকে। সোমবার (৩০ অক্টোবর) ৩৫ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী। অভিনেত্রীকে কেরালার তিরভানন্তপুরমের করিয়ামে তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার আকস্মিক মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

 

কেরালার পুলিশ কর্মকর্তারা তার মৃত্যুর তদন্ত চালাচ্ছেন। জানা গেছে, অভিনেত্রী কয়েক মাস ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন। মালায়লাম চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে কাজ করার পাশাপাশি তিনি টেলিভিশন সিরিয়ালে লাইন প্রযোজক হিসেবেও কাজ করেছেন। সিনেমায় পা রাখার আগে রেঞ্জুশা একজন টেলিভিশন উপস্থাপিকা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। এটি একটি তারকা টিভি শো, যা তাকে জনপ্রিয়তা এনে দেয়। এরপর টেলিভিশন সিরিয়ালে কাজ শুরু করেন অভিনেত্রী। তিনি ‘স্ত্রী’, ‘নিজলাত্তম’, ‘মাগালুদে আম্মা’ ও ‘বালামনি’র মতো টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন।এরপর বড় পর্দায় অভিষেক হয় রেঞ্জুশার। অভিনেত্রী ‘সিটি অফ গড’, ‘বোম্বে ১২ মার্চ’, ‘লিসামায়ুদে ভিদু’, ‘অথভুথা দ্বীপু’ ও ‘কার্যস্থান’-এর মতো চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন।