10:33 am, Tuesday, 18 November 2025

পরীক্ষার্থীরা সবাই মাস্ক পরে এসেছেন, করোনা-ডেঙ্গু নিয়ে ভয় নেই: শিক্ষা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, করোনা এবং ডেঙ্গু নিয়ে যে উদ্বেগ তা নিরসনে আমরা ব্যবস্থা নিয়েছি। প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।
পরীক্ষার্থীদের সবার মুখে মাস্ক দেখেছি।

এইচএসসি পরীক্ষার শুরুর দিন বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনা এবং ডেঙ্গুর ব্যাপারে আমাদের যে বিধিমালা সব মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। যতটুকু সম্ভব সবই করা হয়েছে। সবাই মাস্ক পরেছে। একইসঙ্গে ডেঙ্গুর বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপরে জোর দেওয়া হয়েছে। ডিটেইলস প্ল্যানিংয়ের মাধ্যমে এসব কাজ করা হয়েছে।

যানজট নিয়ে তিনি বলেন, বেশির ভাগ প্রতিষ্ঠান রাস্তার পাশে। ফলে খুব একটা সমস্যা হবে বলে মনে করি না।

বন্যার পানি বেড়ে গেলে সেখানে সমস্যা হবে কি না, এসব বিষয় মাথায় নিয়ে আমরা রুটিন করেছি। এরপরও বন্যা হলে ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে তিনি বলেন, আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে ফলাফল দিতে পারবো।

এর আগে সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছয় লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দিনে সকাল ১০টা থেকে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীন আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা নেওয়া হচ্ছে।

করোনার মধ্যে পরীক্ষা নেওয়ায় কেন্দ্রে সবার জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে আন্তঃশিক্ষা বোর্ড।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী দুই লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহীতে এক লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লায় এক লাখ এক হাজার ৭৫০ জন, যশোরে এক লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে এক লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে এক লাখ ৩ হাজার ৮৩২, ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন।

মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ নয় হাজার ৬১১ জন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গতবারের চেয়ে ৮১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী কমেছে।

করোনার মধ্যে পরীক্ষার কেন্দ্রে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও কেন্দ্রের সামনে যেন জটলা না থাকে, তা নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রের অভ্যন্তর ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরীক্ষা শুরুর আগে মশক নিধন ওষুধ স্প্রে করা বাধ্যতামূলক করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

পরীক্ষার্থীরা সবাই মাস্ক পরে এসেছেন, করোনা-ডেঙ্গু নিয়ে ভয় নেই: শিক্ষা উপদেষ্টা

Update Time : 10:47:40 am, Thursday, 26 June 2025

ডেস্ক রিপোর্ট :: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, করোনা এবং ডেঙ্গু নিয়ে যে উদ্বেগ তা নিরসনে আমরা ব্যবস্থা নিয়েছি। প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।
পরীক্ষার্থীদের সবার মুখে মাস্ক দেখেছি।

এইচএসসি পরীক্ষার শুরুর দিন বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনা এবং ডেঙ্গুর ব্যাপারে আমাদের যে বিধিমালা সব মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। যতটুকু সম্ভব সবই করা হয়েছে। সবাই মাস্ক পরেছে। একইসঙ্গে ডেঙ্গুর বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপরে জোর দেওয়া হয়েছে। ডিটেইলস প্ল্যানিংয়ের মাধ্যমে এসব কাজ করা হয়েছে।

যানজট নিয়ে তিনি বলেন, বেশির ভাগ প্রতিষ্ঠান রাস্তার পাশে। ফলে খুব একটা সমস্যা হবে বলে মনে করি না।

বন্যার পানি বেড়ে গেলে সেখানে সমস্যা হবে কি না, এসব বিষয় মাথায় নিয়ে আমরা রুটিন করেছি। এরপরও বন্যা হলে ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে তিনি বলেন, আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে ফলাফল দিতে পারবো।

এর আগে সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছয় লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দিনে সকাল ১০টা থেকে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীন আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা নেওয়া হচ্ছে।

করোনার মধ্যে পরীক্ষা নেওয়ায় কেন্দ্রে সবার জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে আন্তঃশিক্ষা বোর্ড।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী দুই লাখ ৯১ হাজার ২৪১ জন, রাজশাহীতে এক লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লায় এক লাখ এক হাজার ৭৫০ জন, যশোরে এক লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রামে এক লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে এক লাখ ৩ হাজার ৮৩২, ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন।

মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ নয় হাজার ৬১১ জন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গতবারের চেয়ে ৮১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী কমেছে।

করোনার মধ্যে পরীক্ষার কেন্দ্রে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও কেন্দ্রের সামনে যেন জটলা না থাকে, তা নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রের অভ্যন্তর ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরীক্ষা শুরুর আগে মশক নিধন ওষুধ স্প্রে করা বাধ্যতামূলক করা হয়েছে।