7:14 pm, Monday, 17 November 2025

বান্দরবানে বাবা ও ৪ ছেলেকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট : বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে এক পাড়াপ্রধান ও তার ৪ ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রুমা বাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গালেঙ্গ্যা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন আবুপাড়ার কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো (৭০) এবং তার চার ছেলে রুনতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০)।

গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো স্থানীয়দের বরাত দিয়ে বলেন, কারবারির পরিবার পাড়ার লোকজনের ওপর জাদুটোনা করছিল বলে কথা ওঠে। তাতে পাড়ার লোকজন মারা যাচ্ছে- এমন গুজবও ছড়ানো হয়। সেই অভিযোগ তুলে পাড়ার লোকজনই তাদের কুপিয়ে মেরে ফেলেছে।

রুমা থানা ওসি আবুল কাসেম বলেন, ‘আমরা খবর পেয়েছি পরে। পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।’

 

Tag :
About Author Information

Sirajul Islam

বান্দরবানে বাবা ও ৪ ছেলেকে কুপিয়ে হত্যা

Update Time : 09:56:59 am, Friday, 25 February 2022

ডেস্ক রিপোর্ট : বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে এক পাড়াপ্রধান ও তার ৪ ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রুমা বাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গালেঙ্গ্যা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন আবুপাড়ার কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো (৭০) এবং তার চার ছেলে রুনতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০)।

গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো স্থানীয়দের বরাত দিয়ে বলেন, কারবারির পরিবার পাড়ার লোকজনের ওপর জাদুটোনা করছিল বলে কথা ওঠে। তাতে পাড়ার লোকজন মারা যাচ্ছে- এমন গুজবও ছড়ানো হয়। সেই অভিযোগ তুলে পাড়ার লোকজনই তাদের কুপিয়ে মেরে ফেলেছে।

রুমা থানা ওসি আবুল কাসেম বলেন, ‘আমরা খবর পেয়েছি পরে। পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।’