8:32 pm, Thursday, 13 November 2025

বাবা-ছেলে দুজনের সঙ্গেই রাত কাটিয়েছেন সেলিনা? দিলেন কড়া জবাব

বিনোদন ডেস্ক: 

২০০১ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জিতে রাতারাতি লাইমলাইটে এসেছিলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। তার চাবুক ফিগার আর সুন্দর মুখে নজর আটকে ছিল অভিনেতা, পরিচালক ও প্রযোজক ফিরোজ খানের। সে কারণে ছেলে ফারদিন খানের অভিষেক ছবি ‘জানশিন’-এ সেলিনাকেই নায়িকা নির্বাচন করেন তিনি। সে সময় বলিউডের অন্যতম সেক্সি নায়িকা হিসাবে নজর কেড়েছিলেন সেলিনা জেটলি। তার বিকিনি লুক থেকে নজর ফেরেনি কারও। যদিও সেলিনার বলিউড ক্যারিয়ার সেভাবে কোনোদিনই আগায়নি। তাই ফিল্মি দুনিয়া ছেড়ে বিয়ে করে আপতত ঘোর সংসারী অভিনেত্রী।

তারই মাঝে মঙ্গলবার আচমকাই আলোচনায় সেলিনার পুরোনো সম্পর্ক। নেপথ্য সেলিনাকে ঘিরে ভাইরাল হওয়া এক টুইট। ওই টুইটে উমের সান্ধু নামে এক স্বঘোষিত ফিল্ম সমালোচক দাবি করেছেন, ‘সেলিনা ভারতের একমাত্র অভিনেত্রী যে বাবা (ফিরোজ খান)-ছেলে (ফারদিন খান) দুজনের সঙ্গেই বহুবার রাত কাটিয়েছে।এই টুইট নজর এড়ায়নি সেলিনার। এমন কুরুচিপূর্ণ ও আশালীন টুইটের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন নায়িকা।

তিনি লিখেছেন, ‘মিস্টার সান্ধু, হয়তো এই টুইটটি পোস্ট করায় আপনি পুরুষ হওয়ার দৌড়ে দৈর্ঘ্যে ও পরিধিতে বেড়েছেন, হয়তো একটু আশাও বেড়েছে আপনার যৌন অক্ষমতা (নপুংসতা) সেরে উঠবে। বিশ্বাস করুন নপুংসতা সারানোর জন্য চাইলে আপনি চিকিৎসের পরামর্শ নিতে পারেন, আপনার চেষ্টা করা উচিত নিজের সমস্যাটা শুধরে নেয়ার!’

এরপর টুইটার সেফটিকে ট্যাগ করে প্রযোজনীয় ব্যবস্থা নেয়ার আর্জি জানিয়েছেন অভিনেত্রী।সেলিনার এমন সপাট জবাবের প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘খুব ভালো করেছো। অনেকে সাহস লাগে এটা লিখতে’। আরেকজন লেখেন, ‘সেলিনা দারুণ করেছো। গর্বিত তোমাকে নিয়ে।’

এই ধরণের ইউজারদের টুইটারে কোনো জায়গা নেই এই দাবি তুলে কর্তৃপক্ষকে ট্রোলারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আর্জি জানিয়েছেন সেলিনা ভক্তরা। আপতত স্বামী ও তিন সন্তানকে নিয়ে অস্ট্রিয়াতে থাকেন সেলিনা। ২০২০ সালে এক সাক্ষাৎকারে সেলিনা জানিয়েছিলেন, বিয়ের পর বলিউড ছাড়ার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত। আউটসাইডার হয়ে ভালো চরিত্র খুঁজতে খুঁজতে হাঁফিয়ে উঠেছিলেন সেলিনা। সে জন্যই অভিনয় থেকে বিরতি নেন। সেলিনাকে শেষবার অভিনয়ে দেখা গেছে ২০২০ সালে ‘সিজন গ্রিটিংস’ নামে একটি শর্টফিল্মে।

Tag :
About Author Information

Sirajul Islam

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়েই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্টা করা হবে- এড. আব্দুর রব

বাবা-ছেলে দুজনের সঙ্গেই রাত কাটিয়েছেন সেলিনা? দিলেন কড়া জবাব

Update Time : 09:01:01 pm, Thursday, 13 April 2023

বিনোদন ডেস্ক: 

২০০১ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জিতে রাতারাতি লাইমলাইটে এসেছিলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। তার চাবুক ফিগার আর সুন্দর মুখে নজর আটকে ছিল অভিনেতা, পরিচালক ও প্রযোজক ফিরোজ খানের। সে কারণে ছেলে ফারদিন খানের অভিষেক ছবি ‘জানশিন’-এ সেলিনাকেই নায়িকা নির্বাচন করেন তিনি। সে সময় বলিউডের অন্যতম সেক্সি নায়িকা হিসাবে নজর কেড়েছিলেন সেলিনা জেটলি। তার বিকিনি লুক থেকে নজর ফেরেনি কারও। যদিও সেলিনার বলিউড ক্যারিয়ার সেভাবে কোনোদিনই আগায়নি। তাই ফিল্মি দুনিয়া ছেড়ে বিয়ে করে আপতত ঘোর সংসারী অভিনেত্রী।

তারই মাঝে মঙ্গলবার আচমকাই আলোচনায় সেলিনার পুরোনো সম্পর্ক। নেপথ্য সেলিনাকে ঘিরে ভাইরাল হওয়া এক টুইট। ওই টুইটে উমের সান্ধু নামে এক স্বঘোষিত ফিল্ম সমালোচক দাবি করেছেন, ‘সেলিনা ভারতের একমাত্র অভিনেত্রী যে বাবা (ফিরোজ খান)-ছেলে (ফারদিন খান) দুজনের সঙ্গেই বহুবার রাত কাটিয়েছে।এই টুইট নজর এড়ায়নি সেলিনার। এমন কুরুচিপূর্ণ ও আশালীন টুইটের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন নায়িকা।

তিনি লিখেছেন, ‘মিস্টার সান্ধু, হয়তো এই টুইটটি পোস্ট করায় আপনি পুরুষ হওয়ার দৌড়ে দৈর্ঘ্যে ও পরিধিতে বেড়েছেন, হয়তো একটু আশাও বেড়েছে আপনার যৌন অক্ষমতা (নপুংসতা) সেরে উঠবে। বিশ্বাস করুন নপুংসতা সারানোর জন্য চাইলে আপনি চিকিৎসের পরামর্শ নিতে পারেন, আপনার চেষ্টা করা উচিত নিজের সমস্যাটা শুধরে নেয়ার!’

এরপর টুইটার সেফটিকে ট্যাগ করে প্রযোজনীয় ব্যবস্থা নেয়ার আর্জি জানিয়েছেন অভিনেত্রী।সেলিনার এমন সপাট জবাবের প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘খুব ভালো করেছো। অনেকে সাহস লাগে এটা লিখতে’। আরেকজন লেখেন, ‘সেলিনা দারুণ করেছো। গর্বিত তোমাকে নিয়ে।’

এই ধরণের ইউজারদের টুইটারে কোনো জায়গা নেই এই দাবি তুলে কর্তৃপক্ষকে ট্রোলারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আর্জি জানিয়েছেন সেলিনা ভক্তরা। আপতত স্বামী ও তিন সন্তানকে নিয়ে অস্ট্রিয়াতে থাকেন সেলিনা। ২০২০ সালে এক সাক্ষাৎকারে সেলিনা জানিয়েছিলেন, বিয়ের পর বলিউড ছাড়ার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত। আউটসাইডার হয়ে ভালো চরিত্র খুঁজতে খুঁজতে হাঁফিয়ে উঠেছিলেন সেলিনা। সে জন্যই অভিনয় থেকে বিরতি নেন। সেলিনাকে শেষবার অভিনয়ে দেখা গেছে ২০২০ সালে ‘সিজন গ্রিটিংস’ নামে একটি শর্টফিল্মে।