ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় স্থান পেয়েছেন সুপ্রিম কোর্টের অন্তত ১০ জন আইনজীবী।
এদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টাসহ রয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতারা।
পঞ্চগড়-১ (সদর-তেতুলিয়া-অটোয়ারী) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। তিনি সাবেক সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের ছেলে।
লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মো. হাসান রাজিব প্রধান মনোনয়ন পেয়েছেন। তিনি দলটির জাতীয় নির্বাহীর কমিটির সদস্য।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আপিল বিভাগের আইনজীবী ফারজানা শারমিন পুতুল মনোনয়ন পেয়েছেন। তিনি সাবেক যুব ও ক্রীড়া এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন অন্তর্বর্তী সরকারের গঠন করা দুর্নীতি দমন কমিশন বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ছিলেন।
কুষ্টিয়া-২ আসনে (ভেড়ামারা-মিরপুর) মনোনয়ন পেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ চৌধুরীর ছেলে রাগীব রউফ চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। এছাড়া উচ্চ আদালতে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাগুরা-২ আসনে (মহম্মদপুর-শালিখা-সদরের একাংশ) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
টাঙ্গাইল-৮ আসনে (বাসাইল-সখিপুর) মনোনয়ন পেয়েছেন দলটির আরেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।
নেত্রকোণা-১ আসনে (কলমাকান্দা-দূর্গাপুর) মনোনয়ন পেয়েছেন বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।
কিশোরগঞ্জ-৪ আসনে (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) মনোনয়ন পেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য দেওয়ার অভিযোগে গত ২৬ আগস্ট থেকে তার দলীয় পদ (দলটির চেয়ারপারসনের উপদেষ্টা) তিন মাসের জন্য স্থগিত করা হয়।
নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ীর একাংশ) আসনে সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন মনোনয়ন পেয়েছেন। তিনি দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। এ আসনে তিনি আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চট্টগ্রাম সিটির একাংশ) আসনে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। মীর হেলাল দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক 





















