4:12 am, Wednesday, 19 November 2025

বিএনপি ঘোষিত প্রার্থীর সভা সমাবেশে প্রতিহিংসার আভাস

বড়লেখা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠুকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আসনের অপর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা শরীফুল হক সাজুও ডাক পান বিএনপির গুলশান কার্যালয়ে। নাসির উদ্দিন আহমেদ মিঠু দলীয় প্রার্থী মনোনীত হয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ, পথসভা ও সমাবেশের বক্তব্যে মূখে নেননি মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা শরীফুল হক সাজুর নাম। এতে হতাশ সাজুর অনুসারীরা।

শরীফুল হক সাজুর সমর্থকরা জানান, মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দিন আহমদ মিঠু ও শরীফুল হক সাজু দুজনই আমাদের নেতা। বিএনপির হাইকমান্ড তাদেরকে গুলশান কার্যালয়ে ডেকে নিয়ে মতবিনিময় করেছে। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রত্যেক মনোনয়ন প্রত্যাশীকে নিদের্শনা দেন ‘যাকে মনোনয়ন দেওয়া হবে তিনি যেন আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ কিংবা প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে ছোট করা হবে এমন কোনো কাজ না করতে, মনোনয়ন না পাওয়া প্রার্থীর কাছে গিয়ে তিনি তাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে।’ দেশের বিভিন্ন আসনে তারেক রহমানের নির্দেশনার প্রতিফলন ঘটলেও বড়লেখা-জুড়ীতে ঘটছে এর ব্যতিক্রম। নাসির উদ্দিন আহমেদ মিঠু ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অপর বিএনপি নেতা শরীফুল হক সাজুকে দলের কাজে ডাকাতো দূরের কথা, বিভিন্ন সভায় তার নামও মূখে আনেননি। বিষয়টিকে প্রতিহিংসার আভাস হিসেবেই দেখছেন অনেকে।

এদিকে মনোনয়ন তালিকায় স্থান না পেলেও মাঠে সক্রিয় শরীফুল হক সাজু। ধানের শীষকে বিজয়ী করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকার উত্তর প্রান্ত বড়লেখার চান্দগ্রাম থেকে জুড়ী উপজেলার ফুলতলা পর্যন্ত দুই শতাধিক মোটসাইকেল সহকারে বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা করেছেন।

শরীফুল হক সাজু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা রূপরেখা নিয়ে তিনি কাজ করছেন, মানুষের কাছে যাচ্ছেন। বর্তমানে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে তা প্রাথমিক মনোনয়ন। দলের জন্য, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আমাদের কাজ করে যেতে হবে। জনগনের সাথে সম্পৃক্ত প্রার্থীকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে তিনি বিশ্বাস করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গল চেম্বার অব কমার্সের নির্বাচনে প্যানেল ঘোষণা

বিএনপি ঘোষিত প্রার্থীর সভা সমাবেশে প্রতিহিংসার আভাস

Update Time : 12:23:05 pm, Wednesday, 5 November 2025

বড়লেখা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠুকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আসনের অপর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা শরীফুল হক সাজুও ডাক পান বিএনপির গুলশান কার্যালয়ে। নাসির উদ্দিন আহমেদ মিঠু দলীয় প্রার্থী মনোনীত হয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ, পথসভা ও সমাবেশের বক্তব্যে মূখে নেননি মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা শরীফুল হক সাজুর নাম। এতে হতাশ সাজুর অনুসারীরা।

শরীফুল হক সাজুর সমর্থকরা জানান, মনোনয়ন প্রত্যাশী নাসির উদ্দিন আহমদ মিঠু ও শরীফুল হক সাজু দুজনই আমাদের নেতা। বিএনপির হাইকমান্ড তাদেরকে গুলশান কার্যালয়ে ডেকে নিয়ে মতবিনিময় করেছে। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রত্যেক মনোনয়ন প্রত্যাশীকে নিদের্শনা দেন ‘যাকে মনোনয়ন দেওয়া হবে তিনি যেন আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ কিংবা প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে ছোট করা হবে এমন কোনো কাজ না করতে, মনোনয়ন না পাওয়া প্রার্থীর কাছে গিয়ে তিনি তাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে।’ দেশের বিভিন্ন আসনে তারেক রহমানের নির্দেশনার প্রতিফলন ঘটলেও বড়লেখা-জুড়ীতে ঘটছে এর ব্যতিক্রম। নাসির উদ্দিন আহমেদ মিঠু ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অপর বিএনপি নেতা শরীফুল হক সাজুকে দলের কাজে ডাকাতো দূরের কথা, বিভিন্ন সভায় তার নামও মূখে আনেননি। বিষয়টিকে প্রতিহিংসার আভাস হিসেবেই দেখছেন অনেকে।

এদিকে মনোনয়ন তালিকায় স্থান না পেলেও মাঠে সক্রিয় শরীফুল হক সাজু। ধানের শীষকে বিজয়ী করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকার উত্তর প্রান্ত বড়লেখার চান্দগ্রাম থেকে জুড়ী উপজেলার ফুলতলা পর্যন্ত দুই শতাধিক মোটসাইকেল সহকারে বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা করেছেন।

শরীফুল হক সাজু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা রূপরেখা নিয়ে তিনি কাজ করছেন, মানুষের কাছে যাচ্ছেন। বর্তমানে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে তা প্রাথমিক মনোনয়ন। দলের জন্য, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আমাদের কাজ করে যেতে হবে। জনগনের সাথে সম্পৃক্ত প্রার্থীকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে তিনি বিশ্বাস করেন।