ডেস্ক রিপোর্ট : বলিউডের সুপারস্টার সালমান খান। ৫৯ বছর বয়সেও পর্দায় তার অভিনয়ের জাদু তরুণ-তরুণীদের মনে ঝড় তোলে।
তবে এই অভিনেতা আজও একা। তাই সবার প্রশ্ন- কবে বিয়ে করবেন ভাইজান?
এবার সামাজিকমাধ্যমে মনের কথা জানালেন সালমান। তার ওই পোস্টের পরই তার অনুরাগীরা রীতিমতো চমকে গেছেন। অনেকের মনেই প্রশ্ন জাগছে- তাহলে কি নিজের জীবনের সেই ভালোবাসাকে খুঁজে পেয়েছেন, যার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন ভাইজান?
বুধবার (০৯ জুলাই) সালমান তার পরিচালক ভগ্নীপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে বোন ও ভগ্নীপতির একটি আদুরে ছবি পোস্ট করেন সালমান। এর ক্যাপশনে এই অভিনেতা লেখেন, ‘শুভ জন্মদিন অতুল। আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা। ’
সঙ্গে ভাইজান আরও লেখেন, ‘আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব। ’ ব্যস সালমানের পোস্টের শেষ এই লাইন থেকেই ছড়িয়েছে গুঞ্জন।
অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, চিরাচরিত সেই রসিকতার ভঙ্গিমাতেই কি এই কথা বলেছেন সালমান? নাকি তার মনে নিজেকে জীবনের সব ভূমিকায় দেখার পুরোদস্তুর ইচ্ছা রয়েছে বলে তিনি এবার বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন? সেই উত্তর খোঁজার চেষ্টা করছে ভক্তরা।
10:30 pm, Monday, 17 November 2025
News Title :
বিয়েতে রাজি হওয়ার ইঙ্গিত সালমান খানের!
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:05:19 pm, Wednesday, 9 July 2025
- 85 Time View
Tag :
Popular Post




























