10:10 am, Tuesday, 18 November 2025

বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে আসতেই ভয়ংকর কটাক্ষের শিকার স্বরা

ডেস্ক রিপোর্ট : বিয়ের চার মাসের মধ্যেই সম্প্রতি মা হতে যাওয়ার খবর জানান বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। যা নিয়ে চর্চা, সমালোচনা নিরন্তর! কেউ স্বরার গর্বের সন্তানকে লাভ জিহাদের প্রতীক বলে কটাক্ষ করছেন, তো কেউ আবার হবু মাকে সভ্য পোশাক পরার পাঠ দিয়ে যাচ্ছেন।

কথাতেই আছে- ‘মায়ের থেকে মাসির দরদ বেশি!’ স্বরা ভাস্করের সঙ্গেও ঠিক এমনই ঘটনা ঘটল। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, হবু মাকে নিয়ে মাথাব্যথার অন্ত নেই নেটপাড়ার নীতিপুলিশদের। বেবিবাম্প নিয়ে প্রথমবার বিমানসফর করছেন অভিনেত্রী।

মুম্বাই এয়ারপোর্টে অন্তঃসত্ত্বা স্বরাকে দেখতেই অযাচিত জ্ঞানের বুলি আওড়ানো শুরু করলেন নেটিজেনদের একাংশ। স্বরার পোশাক নিয়ে কাটাছেঁড়া তো চলছেই, এমনকী তার গর্ভের সন্তান প্রসঙ্গেও কুকথা শোনাতে ছাড়ছেন না তারা।

শনিবার বিমানবন্দরে স্বরা ভাস্করকে দেখতেই পাপারাজ্জিরা ঘিরে ধরেন। বেবিবাম্প নিয়ে ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দেন অভিনেত্রী। খুশি মনেই স্বরা বলেন, ‘প্রথমবার বেবিবাম্প নিয়ে ট্রাভেল করছি।’

অভিনেত্রীর পরনে কালো শর্টড্রেস। চোখেমুখে মাতৃত্বের লাবণ্য ঝরে পড়ছে। তবে তা নেটিজেনদের একাংশ ভালো চোখে দেখেননি। অতঃপর স্বরাকে কুকথা শোনাতেও ছাড়লেন না।

কেউ বললেন, ‘কটাক্ষ করে কেউ বলছেন, ‘হিজাব কোথায়?’ কারও কথায়, ‘এই তো লাভ জিহাদের সন্তান। লাভ জিহাদের জীবন্ত উদাহরণ…।’ সব মিলিয়ে স্বরার এয়ারপোর্টের ভিডিও ভাইরাল হতেই সরগরম নেটদুনিয়া।

সমাজবাজী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে চলতি বছর ১৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বরা। দিল্লিতে আইনি বিয়ে সেরে নিজের দিদার বাড়িতে ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা পালন করেন অভিনেত্রী। ভিন্নধর্মে বিয়ে করার জন্য কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

Tag :
About Author Information

Sirajul Islam

বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে আসতেই ভয়ংকর কটাক্ষের শিকার স্বরা

Update Time : 09:53:54 am, Sunday, 18 June 2023

ডেস্ক রিপোর্ট : বিয়ের চার মাসের মধ্যেই সম্প্রতি মা হতে যাওয়ার খবর জানান বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। যা নিয়ে চর্চা, সমালোচনা নিরন্তর! কেউ স্বরার গর্বের সন্তানকে লাভ জিহাদের প্রতীক বলে কটাক্ষ করছেন, তো কেউ আবার হবু মাকে সভ্য পোশাক পরার পাঠ দিয়ে যাচ্ছেন।

কথাতেই আছে- ‘মায়ের থেকে মাসির দরদ বেশি!’ স্বরা ভাস্করের সঙ্গেও ঠিক এমনই ঘটনা ঘটল। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, হবু মাকে নিয়ে মাথাব্যথার অন্ত নেই নেটপাড়ার নীতিপুলিশদের। বেবিবাম্প নিয়ে প্রথমবার বিমানসফর করছেন অভিনেত্রী।

মুম্বাই এয়ারপোর্টে অন্তঃসত্ত্বা স্বরাকে দেখতেই অযাচিত জ্ঞানের বুলি আওড়ানো শুরু করলেন নেটিজেনদের একাংশ। স্বরার পোশাক নিয়ে কাটাছেঁড়া তো চলছেই, এমনকী তার গর্ভের সন্তান প্রসঙ্গেও কুকথা শোনাতে ছাড়ছেন না তারা।

শনিবার বিমানবন্দরে স্বরা ভাস্করকে দেখতেই পাপারাজ্জিরা ঘিরে ধরেন। বেবিবাম্প নিয়ে ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দেন অভিনেত্রী। খুশি মনেই স্বরা বলেন, ‘প্রথমবার বেবিবাম্প নিয়ে ট্রাভেল করছি।’

অভিনেত্রীর পরনে কালো শর্টড্রেস। চোখেমুখে মাতৃত্বের লাবণ্য ঝরে পড়ছে। তবে তা নেটিজেনদের একাংশ ভালো চোখে দেখেননি। অতঃপর স্বরাকে কুকথা শোনাতেও ছাড়লেন না।

কেউ বললেন, ‘কটাক্ষ করে কেউ বলছেন, ‘হিজাব কোথায়?’ কারও কথায়, ‘এই তো লাভ জিহাদের সন্তান। লাভ জিহাদের জীবন্ত উদাহরণ…।’ সব মিলিয়ে স্বরার এয়ারপোর্টের ভিডিও ভাইরাল হতেই সরগরম নেটদুনিয়া।

সমাজবাজী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে চলতি বছর ১৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বরা। দিল্লিতে আইনি বিয়ে সেরে নিজের দিদার বাড়িতে ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা পালন করেন অভিনেত্রী। ভিন্নধর্মে বিয়ে করার জন্য কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।