- স্টাফ রিপোর্টার: জেলার রাজনগর উপজেলার বড়গাও গ্রামের মোঃ আলতাফ মিয়ার ছেলে মোঃ আকবর মিয়া গত দশ জুলাই শনিবার রাত নয় ঘটিকায় বাড়ি থেকে বের হয়ে স্থানীয় রাজনগর বাজারে যায়। রাজনগর বাজার থেকে বাড়িতে রাত এগার ঘটিকা পর্যন্ত ফিরে না আসায় বাড়ির লোকজন মোঃ আকবর মিয়াকে খোঁজতে শুরু করেন। অনেক খোঁজাখোঁজির পর রাত ১১.৫০ ঘটিকার সময় মোঃ আকবর মিয়ার পিতা মোঃ আলতাফ মিয়া টর্চ লাইটের আলোতে দেখতে পান বাড়ির অল্পদুরে বড়গাঁও গ্রামের রাস্তার পাশে ধান জমিতে তাহার ছেলে মোঃ আকবর মিয়ার লাশ দেখা যায়। তখন মোঃ আলতাফ মিয়া মোবাইল ফোনে বাড়িতে জানান এবং রাজনগর থানা পুলিশকে সংবাদ দেন। রাজনগর থানা পুলিশ সংবাদ পাইয়া দ্রæত ঘটনাস্থলে আসিয়া বড়গাঁও গ্রামের রাস্তার পাশে ধান জমিতে মোঃ আকবর মিয়ার লাশ দেখিতে পাইয়া উপস্থিত স্বাক্ষীগনের সম্মুখে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রথমে রাজনগর থানায় নিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে। পরবর্তীতে এগার জুলাই সকাল ছয় ঘটিকায় লাশটি ২৫০ শয্যা
বিশিষ্ট হাসপাতাল মৌলভীবাজার পোষ্ট মর্টেমের জন্য মর্গে প্রেরন করে। লাশের পোষ্ট মর্টেম শেষে মোঃ আলতাফ মিয়া ছেলের লাশ গ্রহন করে তার গ্রামের বাড়ি বড়গাঁও নিয়ে যান এবং দাপন কাপন সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে মাটি দেন। উক্ত হত্যাকান্ডের ঘটনায় মৃত মোঃ আকবর মিয়ার পিতা মোঃ আলতাফ মিয়া বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে ও ৫/৬ জনকে অজ্ঞাত আসামী দিয়ে গত এগার জুলাই স্থানীয় রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন বড়গাঁও গ্রামের মারুফ খানের ছেলে মুজিব খান,মোঃ মকবুল মিয়ার ছেলে মোঃ লিমন মিয়া, মৃত আয়নুল হকের ছেলে আমিনুল হক, রাকিব হোসেনের ছেলে রিয়াজ হোসেন। এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন, আসামীগণকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। শিঘ্রই আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
9:35 pm, Monday, 17 November 2025
News Title :
বড়গাঁও রাস্তার পাশের ধানী জমি থেকে মোঃ আকবর মিয়ার লাশ উদ্ধার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:34:11 pm, Monday, 12 July 2021
- 664 Time View
Tag :
Popular Post






























