9:44 pm, Friday, 14 November 2025

বড়লেখায় বিদ্যুতের আলো জ্বলবে গ্রাহকদের মনে আনন্দ

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বড়লেখার বোবারতলের এলাকার পল্লী বিদ্যুতের লাইন চালু ও বিদ্যুৎ সংযোগ করার খবর জানতে পেরে সেখানকার গ্রাহকদের মধ্যে ঈদের আনন্দের মতো উৎসাহ শুরু হয়েছে। পল্লী বিদ্যুৎ বড়লেখা জোনাল অফিসে ডি, জি,এম এমাজুদ্দীন সরদার দ্রুত লাইন চালুর জন্য লোকজন পাঠিয়েছেন। কাজের অগ্রগতি তদারকি করতে বোবারতল পরিদর্শন ও করেন ডি জি এম।

(১৭ মার্চ) বৃহস্পতিবার বোবারতল এলাকায় গিয়ে কাজে অগ্রগতি দেখতে যান,এবং গ্রাহকদেরদ্রুত ঘরের ওয়ারিং করে মিটারের জামানত জমা দেওয়ার তাগিদ দেন। সরেজমিন এলাকায় গিয়ে দেখা যায় পল্লী বিদ্যুতের লাইনম্যানরা গাছপালা পরিস্কার করে খাম্বার ট্যান্সফর্মার লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। আবার যেসব সদস্য ওয়ারিং করে নাই তারা ব্যাপক উৎসাহ নিয়ে তাহা সম্পন্ন করতে দেখা যায়। সেখানকার অনেক সদস্য জানান তারা ভাবতে ও পারেনাই এতো দূর্গম এলাকাতে পল্লি বিদুৎ সমিতি বিদ্যুতের ব্যবস্হা করবে। তারা পল্লি বিদুৎ সমিতি ও এ এলাকার সাংসদ ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিনের প্রতি কৃতজ্ঞতার কথা প্রকাশ করেন।

জানা যায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি বোবারতল এলাকার ২১৬ পরিবারে বিদ্যুতের আলো জ্বালিয়ে তার উদ্বোধন করা হয়। এক সাথে ৩৫ কিলোমিটার লাইন নির্মান করা হয় এতে সরকারের ব্যায় হয় ১১ কোটি টাকা ১হাজার ৬ শত ৭ পরিবারকে বিদ্যুতের আওতায় আনা হয়, বিভিন্ন জটিলতার কারনে লাইন চালু করতে বিলম্বিত হয়।

আগামী ২০ মার্চ এর মধ্যে এসব পরিবারের মধ্যে বাতি জ্বালিয়ে লাইন চালু করার কথা জানিয়েছেন পল্লি বিদুৎ জোনাল অফিসের ডি জি এম এমাজুদ্দিন সরদার এই লক্ষে তারা কাজ করছেন বলে তিনি জানান।
এ খবরে এখানকার গ্রাহকের মধ্যে আনন্দ উৎসাহ লক্ষ করা যায় তারা পল্লি বিদুৎ সমিতির অবদানের কথা কৃতজ্ঞতার সাথে প্রকাশ করেন এবং দু একটি বাদ পড়া পরিবারকে দ্রুত বিদ্যুতের আওতায় আনার জোর দাবী জানান এসব এলাকার লোকজন।

 

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারের জেলা প্রশাসক ইসরাঈল হোসেন বদলি হয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন তৌহিদুজ্জামান পাভেল

বড়লেখায় বিদ্যুতের আলো জ্বলবে গ্রাহকদের মনে আনন্দ

Update Time : 11:12:44 am, Friday, 18 March 2022

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বড়লেখার বোবারতলের এলাকার পল্লী বিদ্যুতের লাইন চালু ও বিদ্যুৎ সংযোগ করার খবর জানতে পেরে সেখানকার গ্রাহকদের মধ্যে ঈদের আনন্দের মতো উৎসাহ শুরু হয়েছে। পল্লী বিদ্যুৎ বড়লেখা জোনাল অফিসে ডি, জি,এম এমাজুদ্দীন সরদার দ্রুত লাইন চালুর জন্য লোকজন পাঠিয়েছেন। কাজের অগ্রগতি তদারকি করতে বোবারতল পরিদর্শন ও করেন ডি জি এম।

(১৭ মার্চ) বৃহস্পতিবার বোবারতল এলাকায় গিয়ে কাজে অগ্রগতি দেখতে যান,এবং গ্রাহকদেরদ্রুত ঘরের ওয়ারিং করে মিটারের জামানত জমা দেওয়ার তাগিদ দেন। সরেজমিন এলাকায় গিয়ে দেখা যায় পল্লী বিদ্যুতের লাইনম্যানরা গাছপালা পরিস্কার করে খাম্বার ট্যান্সফর্মার লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। আবার যেসব সদস্য ওয়ারিং করে নাই তারা ব্যাপক উৎসাহ নিয়ে তাহা সম্পন্ন করতে দেখা যায়। সেখানকার অনেক সদস্য জানান তারা ভাবতে ও পারেনাই এতো দূর্গম এলাকাতে পল্লি বিদুৎ সমিতি বিদ্যুতের ব্যবস্হা করবে। তারা পল্লি বিদুৎ সমিতি ও এ এলাকার সাংসদ ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিনের প্রতি কৃতজ্ঞতার কথা প্রকাশ করেন।

জানা যায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি বোবারতল এলাকার ২১৬ পরিবারে বিদ্যুতের আলো জ্বালিয়ে তার উদ্বোধন করা হয়। এক সাথে ৩৫ কিলোমিটার লাইন নির্মান করা হয় এতে সরকারের ব্যায় হয় ১১ কোটি টাকা ১হাজার ৬ শত ৭ পরিবারকে বিদ্যুতের আওতায় আনা হয়, বিভিন্ন জটিলতার কারনে লাইন চালু করতে বিলম্বিত হয়।

আগামী ২০ মার্চ এর মধ্যে এসব পরিবারের মধ্যে বাতি জ্বালিয়ে লাইন চালু করার কথা জানিয়েছেন পল্লি বিদুৎ জোনাল অফিসের ডি জি এম এমাজুদ্দিন সরদার এই লক্ষে তারা কাজ করছেন বলে তিনি জানান।
এ খবরে এখানকার গ্রাহকের মধ্যে আনন্দ উৎসাহ লক্ষ করা যায় তারা পল্লি বিদুৎ সমিতির অবদানের কথা কৃতজ্ঞতার সাথে প্রকাশ করেন এবং দু একটি বাদ পড়া পরিবারকে দ্রুত বিদ্যুতের আওতায় আনার জোর দাবী জানান এসব এলাকার লোকজন।