বড়লেখা প্রতিনিধি:: বড়লেখা থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। তার নাম কামাল উদ্দিন। তিনি পূর্ব হাটবন্দ এলাকার আকবর আলীর ছেলে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
জানা গেছে, থানার এসআই দেবল চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি কামাল উদ্দিনকে পুলিশ গ্রেফতার করে।
থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতার আসামি কামাল উদ্দিনকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 




























