বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের প্রাণকেন্দ্রের ইসলাম ও আধুনিকতার সমন্বয়ে প্রতিষ্ঠিত শিশুশিক্ষা একাডেমির নতুন ক্যাম্পাসের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
শিশুশিক্ষা একাডেমি পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রাহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক তারেক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম সিআইপি, একাডেমির প্রতিষ্টাতা প্রিন্সিপাল ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রাইম ব্যাংক বড়লেখা শাখা ব্যবস্থাপক মোশাররফ হোসেন, একাডেমির সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, ডিএসবির সদস্য কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গনি, একডেমির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ফখরুল ইসলাম পাারুল, সাংবাদিক ও ব্যবসায়ী সুলতান আহমদ খলিল, বড়লেখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল আব্দুল হক।
সভায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রিন্টু মালাকার, সাইফুর রহমান কামরান, মইনুল ইসলাম, সহকারী শিক্ষিকা শামীমা আক্তার, শেলিনা আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা রুহুল আমীন।

নিজস্ব প্রতিবেদক 






















