বিনোদন ডেস্ক :: অক্টোবরের শেষ দিনে বলিউডের হাইপ্রোফাইল হ্যালোইন পার্টিতে একসঙ্গে দেখা গেল দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাটকে। যা দেখে তোলপাড় দুই নায়িকার ভক্তরা। এককথায় শুক্রবার রাতে যে বলিউডের দুই সুপারস্টার নায়িকা সামাজিকমাধ্যম দখল নিলেন, তা বলার অপেক্ষা রাখে না।
তারকাখচিত এই পার্টিতে ‘লেডি সিংহম’ অবতারে ধরা দিলেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে পশ্চিমী সিনেমা ‘টোম্ব রাইডার’র অনুকরণে ‘লারা ক্রফ্ট’ বেশে দেখা গেল আলিয়া ভাটকে।
সামাজিকমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, দীপিকার হাত থেকে বন্দুক নিয়ে আলিয়াকে রসিকতা করতে ক্যামেরায় পোজ দিতে দেখা গেল। এই রিল ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে। তবে ভক্তরা খুঁজলেন দীপিকার সাবেক প্রেমিক ও আলিয়ার স্বামী অভিনেতা রণবীর কাপুরকে।
বছরখানেক বাদে আলিয়া এবং দীপিকাকে একফ্রেমে পেয়ে খুশির জোয়ার অনুরাগী শিবিরেও। কারও মন্তব্য, ‘আলিয়া-দীপিকা একসঙ্গে, এ তো শতাব্দীর সেরা ফ্রেম।’ কেউ বলছেন, মধ্যমণি রণবীর কোথায়, ‘প্রাক্তন-বর্তমান’-এর যুগলবন্দিতে ওর প্রতিক্রিয়া দেখতে চাই। এমন নানা মন্তব্যের সয়লাব।
দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট, বলিউডের দুই সুপারস্টার। দীপিকার তুলনায় আলিয়ার ফিল্মি ক্যারিয়ারের বয়স কম হলেও বিগত কয়েক বছরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ‘পোক্ত’ করেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, নামকরা বলিউড পরিচালক-প্রযোজকদের মেগাবাজেট সিনেমা থেকে ‘পদ্মাবতী’কে সরিয়ে হিট সিনেমা উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই’। যার কারণেই দুই সুপারস্টার নায়িকার অনুরাগী শিবিরের মধ্যেও তুমুল দ্বন্দ্ব!
দীপিকা-আলিয়া কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তবে দুই অভিনেত্রী অতীতের মান-অভিমান মিটিয়ে নিলেও তাদের সখ্যতা এযাবৎকাল খুব একটা ধরা পড়েনি ক্যামেরার লেন্সে! কিন্তু এবার বলিউডের হাইপ্রোফাইল হ্যালোইন পার্টি সাক্ষী থাকল সেই বিরল দৃশ্যের। যেখানে দীপিকা-আলিয়া একে-অপরের সঙ্গে ভাগ করে নিলেন ব্লকবাস্টার ফ্রেম।

নিজস্ব প্রতিবেদক 






















