1:06 pm, Tuesday, 18 November 2025

মিয়ানমারে সামরিক বাহিনীর হামলায় নিহত ৪০

ডেস্ক রিপোর্ট:মিয়ানমারে সামরিক বাহিনীর হেলিকপ্টার হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভ্যুত্থানবিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত দেশটির মধ্যাঞ্চলে একটি শহরে আজ মঙ্গলবার (১১ এপ্রিল) এ হামলা চালায় জান্তা বাহিনী।

খবরে এ ঘটনাকে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর ‘সবচেয়ে খারাপ’ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে জাগাইং ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

স্থানীয়দের বরাতে আল-জাজিরার খবরে বলা হয়েছে, পাজিগি শহরে সেনাবাহিনীর হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

থাইল্যান্ডের ব্যাংকক থেকে আল জাজিরার রিপোর্টার টনি চেং বলেছেন, ‘সেখানে একটি প্রশাসনিক অফিস উদ্বোধন উপলক্ষে স্থানীয়রা জড়ো হয়েছিল। মঙ্গলবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে যুদ্ধবিমান নিয়ে মিয়ানমারের জান্তা তাদের ওপর আক্রমণ করে। এরপর মিগ-৩৫ হেলিকপ্টার ব্যবহার করেও হামলা করা হয়। নিহতরা অধিকাংশ বেসামরিক নাগরিক।

একজন উদ্ধারকারী জানিয়েছেন, অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে মিয়ানমারের সেনাবাহিনী এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি।

Tag :
About Author Information

Sirajul Islam

মিয়ানমারে সামরিক বাহিনীর হামলায় নিহত ৪০

Update Time : 10:21:15 am, Tuesday, 11 April 2023

ডেস্ক রিপোর্ট:মিয়ানমারে সামরিক বাহিনীর হেলিকপ্টার হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভ্যুত্থানবিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত দেশটির মধ্যাঞ্চলে একটি শহরে আজ মঙ্গলবার (১১ এপ্রিল) এ হামলা চালায় জান্তা বাহিনী।

খবরে এ ঘটনাকে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর ‘সবচেয়ে খারাপ’ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে জাগাইং ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

স্থানীয়দের বরাতে আল-জাজিরার খবরে বলা হয়েছে, পাজিগি শহরে সেনাবাহিনীর হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

থাইল্যান্ডের ব্যাংকক থেকে আল জাজিরার রিপোর্টার টনি চেং বলেছেন, ‘সেখানে একটি প্রশাসনিক অফিস উদ্বোধন উপলক্ষে স্থানীয়রা জড়ো হয়েছিল। মঙ্গলবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে যুদ্ধবিমান নিয়ে মিয়ানমারের জান্তা তাদের ওপর আক্রমণ করে। এরপর মিগ-৩৫ হেলিকপ্টার ব্যবহার করেও হামলা করা হয়। নিহতরা অধিকাংশ বেসামরিক নাগরিক।

একজন উদ্ধারকারী জানিয়েছেন, অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে মিয়ানমারের সেনাবাহিনী এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি।