9:38 pm, Thursday, 13 November 2025

মুক্তি পেলো মোহনা নিশাদের গান ‘বাবা’

ডেস্ক রিপোর্ট : মেরিডিয়ান চ্যানেল আই এর রিয়েলিটি শোয়ের প্রতিযোগী হিসেবে ২০১১ সালে পথচলা শুরু করেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী মোহনা নিশাদ। ২০১২ সালে বেলাল খানের সঙ্গে ‘এক মুঠো স্বপ্ন’ গানটির মাধ্যমে শ্রোতামন জয় করেন তিনি। আর এই শিল্পী তার নিজের চ্যানেলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২য় গান ‘বাবা’ মুক্তি দিয়েছেন ।

গানটির মিউজিক ভিডিও মঙ্গলবার (১৯ জুলাই) প্রকাশিত হয় । গানটি লিখেছেন রিপন মাহমুদ, সুর ও সংগীত করেছেন রোহান রাজ, ডিওপি-আরআই বাদশা এবং প্রযোজনা করেছেন সাজিদ। মোহনা বলেন , “আমি “বাবা” গানটি নিয়ে খুব খুশি। একজন আত্মপ্রকাশকারী হিসেবে, গানটি যে সাড়া পেয়েছে, সব বয়সের সঙ্গীতপ্রেমীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে আমি খুশি। গানটির কথা লিখেছেন রিপন মাহমুদ, সুর করেছেন রোহান রাজ। আশা করি এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে।

Tag :
About Author Information

Sirajul Islam

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়েই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্টা করা হবে- এড. আব্দুর রব

মুক্তি পেলো মোহনা নিশাদের গান ‘বাবা’

Update Time : 07:54:26 am, Thursday, 21 July 2022

ডেস্ক রিপোর্ট : মেরিডিয়ান চ্যানেল আই এর রিয়েলিটি শোয়ের প্রতিযোগী হিসেবে ২০১১ সালে পথচলা শুরু করেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী মোহনা নিশাদ। ২০১২ সালে বেলাল খানের সঙ্গে ‘এক মুঠো স্বপ্ন’ গানটির মাধ্যমে শ্রোতামন জয় করেন তিনি। আর এই শিল্পী তার নিজের চ্যানেলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২য় গান ‘বাবা’ মুক্তি দিয়েছেন ।

গানটির মিউজিক ভিডিও মঙ্গলবার (১৯ জুলাই) প্রকাশিত হয় । গানটি লিখেছেন রিপন মাহমুদ, সুর ও সংগীত করেছেন রোহান রাজ, ডিওপি-আরআই বাদশা এবং প্রযোজনা করেছেন সাজিদ। মোহনা বলেন , “আমি “বাবা” গানটি নিয়ে খুব খুশি। একজন আত্মপ্রকাশকারী হিসেবে, গানটি যে সাড়া পেয়েছে, সব বয়সের সঙ্গীতপ্রেমীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে আমি খুশি। গানটির কথা লিখেছেন রিপন মাহমুদ, সুর করেছেন রোহান রাজ। আশা করি এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে।