ডেস্ক রিপোর্ট :: লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের ২ ম্যাচের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট থেকে মেসি এখনও সেরে না ওঠাতেই এই সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সোমবার ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৫ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে। এরপর ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার মাঠে খেলবে আলবিসেলেস্তেরা। গেল মাসে কোপার ফাইনালে পায়ে ইনজুরিতে পরে মাঠ ছাড়েন মেসি। এরপর জানা যায়, দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টিনার অধিনায়ককে। যার কারণে বিশ্বকাপ বাছাইপর্বের দলে জায়গা হয়নি মেসির। এছাড়াও, কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোয় অবধারিতভাবেই দলে নেই গোলকিপার ফ্রাঙ্কো আরমানি ও উইঙ্গার ডি মারিয়া। তাদের পাশাপাশি দলে নেই এজেকিয়েল পালাসিওস। সুযোগ মেলেনি ডিফেন্ডার মার্কোস আকুনা ও লুকাস মার্তিনেজ কুয়ার্তার। গুঞ্জন উঠলেও দলে জায়গা হয়নি পাওলো দিবালার। এদিকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা চার ফুটবলার ডাক পেয়েছেন। তারা হলেন দুই ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে ও ভ্যালেন্তিন কাস্তেলানোস এবং দুই মিডফিল্ডার এজেকিয়েল ফার্নান্দেজ ও মাতিয়াস সোলে।
9:50 am, Tuesday, 18 November 2025
News Title :
মেসি ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:05:42 am, Tuesday, 20 August 2024
- 186 Time View
Tag :
Popular Post






























