8:55 am, Friday, 14 November 2025

মৌলভীবাজারে আখিরাহ টিমের পক্ষ থেকে খাদ্যসামগ্রী, সেলাই মেশিন ও রিকশা বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি : সেবা মুলক সামাজিক সংগঠন “আখিরাহ টিম” এর পক্ষ থেকে মৌলভীবাজারে খাদ্যসামগ্রী, সেলাই মেশিন ও রিকশা বিতরণ অনুষ্টিত হয়। ১৬ মার্চ দুপুরে মৌলভীবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের গোলবাগ (বেরীর চড়) এলাকায়
২শত ১৫ পরিবারে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ ও ২টি সেলাই মেশিন, ২টি রিকশা বিতরণ করা হয়। বিতরণী অনুষ্টানে উপস্তিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ,ওলি আহমদ, সাংবাদিক মাহমুদুর রহমান প্রমুখ। আখিরা টিম এর পক্ষ থেকে সহযোগীতায় ছিলেন
শিশু আলী, কাবির মিয়া, আনোয়ার আজিজ, মো: আজাদ, সাফিনা,আলিয়া,আব্দুস শামিম,আসলাম রাজা,,মাহবুব সালাম,আজমত খান,আজম খান,নাজিম,সাজিদ,সিশে,নাসির খান প্রমুখ। দেশ-বিদেশের অনেক হৃদয়বান লোকদের সাহায্য সহযোগীতায় বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আখিরাহ টিম বিশ্বের বিভিন্ন দেশে আর্থমানবতার সেবায় কাজ করে আসছে।

 

Tag :
About Author Information

Sirajul Islam

ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার  চাতলাপুর  স্থল শুল্ক স্টেশন ব্যবসাযীদের সাথে মত বিনিময় 

মৌলভীবাজারে আখিরাহ টিমের পক্ষ থেকে খাদ্যসামগ্রী, সেলাই মেশিন ও রিকশা বিতরণ

Update Time : 01:08:20 pm, Wednesday, 16 March 2022

মৌলভীবাজার প্রতিনিধি : সেবা মুলক সামাজিক সংগঠন “আখিরাহ টিম” এর পক্ষ থেকে মৌলভীবাজারে খাদ্যসামগ্রী, সেলাই মেশিন ও রিকশা বিতরণ অনুষ্টিত হয়। ১৬ মার্চ দুপুরে মৌলভীবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের গোলবাগ (বেরীর চড়) এলাকায়
২শত ১৫ পরিবারে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ ও ২টি সেলাই মেশিন, ২টি রিকশা বিতরণ করা হয়। বিতরণী অনুষ্টানে উপস্তিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ,ওলি আহমদ, সাংবাদিক মাহমুদুর রহমান প্রমুখ। আখিরা টিম এর পক্ষ থেকে সহযোগীতায় ছিলেন
শিশু আলী, কাবির মিয়া, আনোয়ার আজিজ, মো: আজাদ, সাফিনা,আলিয়া,আব্দুস শামিম,আসলাম রাজা,,মাহবুব সালাম,আজমত খান,আজম খান,নাজিম,সাজিদ,সিশে,নাসির খান প্রমুখ। দেশ-বিদেশের অনেক হৃদয়বান লোকদের সাহায্য সহযোগীতায় বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আখিরাহ টিম বিশ্বের বিভিন্ন দেশে আর্থমানবতার সেবায় কাজ করে আসছে।