9:21 am, Tuesday, 18 November 2025

মৌলভীবাজারে খেলার মাঠ বিক্রির পায়তারার অভিযোগে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):মৌলভীবাজার প্রেসবিটারিয়ান চার্চ কম্পাউন্ডের ভূমির বিক্রির অভিযোগে চার্চের বাসিন্দা ও হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারে আয়োজিত এই কর্মসূচিতে প্রেসবিটারিয়ান চার্চ কম্পাউন্ডের স্থায়ী বাসিন্দা, হোস্টেলের প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অংশ নেন। তারা চার্চ এলাকার ভুমি বিক্রির বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানান।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, ‘মিশন উন্নয়ন’ নামে একটি চক্র দীর্ঘদিন ধরে চার্চের মূল্যবান ভুমি বিক্রির পাঁয়তারা করছে। এদের মধ্যে মি: শংকর মারাক, মি: সুমেন বেসরা এবং রেভা: যাকোব কিসকু সহ কয়েকজনকে অভিযোগের কেন্দ্রবিন্দুতে রাখা হয়।

তারা জানান, এসব ব্যক্তি অতীতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ এলাকার চার্চ সংলগ্ন জায়গা বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এখন মৌলভীবাজারের ঐতিহাসিক কম্পাউন্ডকেও সেই একই প্রক্রিয়ায় বিক্রি বা লিজ দেওয়ার চেষ্টা চলছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত কোনো বৈধ কমিটি গঠন হয়নি এবং নিয়মিত কোনো বৈধ সভা অনুষ্ঠিত হচ্ছে না। বরং আগের কমিটির কিছু সদস্য নিজেরা অবৈধভাবে ক্ষমতা ধরে রেখে, চক্রবদ্ধভাবে সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন।

এ পরিস্থিতিতে চার্চের ভূমি উন্নয়ন কমিটির পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। একইসাথে সাব-রেজিস্ট্রার অফিসেও লিখিতভাবে জানানো হয়েছে যাতে ওই জায়গা লিজ বা সাব-কবলা রেজিস্ট্রির মাধ্যমে কারো নামে হস্তান্তর করা না যায়।

প্রতিবাদকারীরা আশঙ্কা প্রকাশ করেন, যদি এই দুর্নীতিবাজদের কার্যক্রম অব্যাহত থাকে, তবে চার্চের ঐতিহ্য ও নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে খেলার মাঠ বিক্রির পায়তারার অভিযোগে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত

Update Time : 09:37:59 am, Tuesday, 8 April 2025

সালেহ আহমদ (স’লিপক):মৌলভীবাজার প্রেসবিটারিয়ান চার্চ কম্পাউন্ডের ভূমির বিক্রির অভিযোগে চার্চের বাসিন্দা ও হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারে আয়োজিত এই কর্মসূচিতে প্রেসবিটারিয়ান চার্চ কম্পাউন্ডের স্থায়ী বাসিন্দা, হোস্টেলের প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অংশ নেন। তারা চার্চ এলাকার ভুমি বিক্রির বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানান।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, ‘মিশন উন্নয়ন’ নামে একটি চক্র দীর্ঘদিন ধরে চার্চের মূল্যবান ভুমি বিক্রির পাঁয়তারা করছে। এদের মধ্যে মি: শংকর মারাক, মি: সুমেন বেসরা এবং রেভা: যাকোব কিসকু সহ কয়েকজনকে অভিযোগের কেন্দ্রবিন্দুতে রাখা হয়।

তারা জানান, এসব ব্যক্তি অতীতে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ এলাকার চার্চ সংলগ্ন জায়গা বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এখন মৌলভীবাজারের ঐতিহাসিক কম্পাউন্ডকেও সেই একই প্রক্রিয়ায় বিক্রি বা লিজ দেওয়ার চেষ্টা চলছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত কোনো বৈধ কমিটি গঠন হয়নি এবং নিয়মিত কোনো বৈধ সভা অনুষ্ঠিত হচ্ছে না। বরং আগের কমিটির কিছু সদস্য নিজেরা অবৈধভাবে ক্ষমতা ধরে রেখে, চক্রবদ্ধভাবে সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন।

এ পরিস্থিতিতে চার্চের ভূমি উন্নয়ন কমিটির পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। একইসাথে সাব-রেজিস্ট্রার অফিসেও লিখিতভাবে জানানো হয়েছে যাতে ওই জায়গা লিজ বা সাব-কবলা রেজিস্ট্রির মাধ্যমে কারো নামে হস্তান্তর করা না যায়।

প্রতিবাদকারীরা আশঙ্কা প্রকাশ করেন, যদি এই দুর্নীতিবাজদের কার্যক্রম অব্যাহত থাকে, তবে চার্চের ঐতিহ্য ও নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।