স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে জোড়া খুনের এজাহারভুক্ত ৩ নং আসামী তামিম হাসান(২২) নামে একজনকে ১১ ডিসেম্বর রাতে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত তামিম হাসান মৌলভীবাজার জেলা ছাত্র দলের সক্রিয় কর্মী বলে পুলিশ জানায়। সে ৭ ডিসেম্বর মোহাম্মদ আলী শাবাব ও নাহিদ আহমদ মাহি জোড়া খুনের ৩ নং এজাহার ভুক্ত আসামী। এ হত্যার মামলার এজাহার ভুক্ত আসামীরা হলো ১ নং তুষার(২৫), ২ নং আরাফাত রহমান(২৪), ৩ নং তামিম হাসান(২২), ৪ নং গফ্ফার(২২), ৫নং নাসির(২৪)। তামিম হাসানের পিতা আইয়ুব হাসান বলেন, তার ছেলে রাজৈনতিক প্রতিহিংসার শিকার। মনসুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল নুর গুলো বলেন, তামিম হাসানের পরিবারের সাথে রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খাঁনের সাথে বিরোধ রয়েছে। মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমেদ বলেন, এই মামলার আসামিদের ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
8:51 pm, Thursday, 13 November 2025
News Title :
মৌলভীবাজারে জোড়া খুনের ঘটনায় একজন গ্রেফতার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:51:07 am, Wednesday, 13 December 2017
- 331 Time View
Tag :
Popular Post


























