8:51 pm, Thursday, 13 November 2025

মৌলভীবাজারে জোড়া খুনের ঘটনায় একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে জোড়া খুনের এজাহারভুক্ত ৩ নং আসামী তামিম হাসান(২২) নামে একজনকে ১১ ডিসেম্বর রাতে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত তামিম হাসান মৌলভীবাজার জেলা ছাত্র দলের সক্রিয় কর্মী বলে পুলিশ জানায়। সে ৭ ডিসেম্বর মোহাম্মদ আলী শাবাব ও নাহিদ আহমদ মাহি জোড়া খুনের ৩ নং এজাহার ভুক্ত আসামী। এ হত্যার মামলার এজাহার ভুক্ত আসামীরা হলো ১ নং তুষার(২৫), ২ নং আরাফাত রহমান(২৪), ৩ নং তামিম হাসান(২২), ৪ নং গফ্ফার(২২), ৫নং নাসির(২৪)। তামিম হাসানের পিতা আইয়ুব হাসান বলেন, তার ছেলে রাজৈনতিক প্রতিহিংসার শিকার। মনসুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল নুর গুলো বলেন, তামিম হাসানের পরিবারের সাথে রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খাঁনের সাথে বিরোধ রয়েছে। মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমেদ বলেন, এই মামলার আসামিদের ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়েই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্টা করা হবে- এড. আব্দুর রব

মৌলভীবাজারে জোড়া খুনের ঘটনায় একজন গ্রেফতার

Update Time : 11:51:07 am, Wednesday, 13 December 2017

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে জোড়া খুনের এজাহারভুক্ত ৩ নং আসামী তামিম হাসান(২২) নামে একজনকে ১১ ডিসেম্বর রাতে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত তামিম হাসান মৌলভীবাজার জেলা ছাত্র দলের সক্রিয় কর্মী বলে পুলিশ জানায়। সে ৭ ডিসেম্বর মোহাম্মদ আলী শাবাব ও নাহিদ আহমদ মাহি জোড়া খুনের ৩ নং এজাহার ভুক্ত আসামী। এ হত্যার মামলার এজাহার ভুক্ত আসামীরা হলো ১ নং তুষার(২৫), ২ নং আরাফাত রহমান(২৪), ৩ নং তামিম হাসান(২২), ৪ নং গফ্ফার(২২), ৫নং নাসির(২৪)। তামিম হাসানের পিতা আইয়ুব হাসান বলেন, তার ছেলে রাজৈনতিক প্রতিহিংসার শিকার। মনসুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল নুর গুলো বলেন, তামিম হাসানের পরিবারের সাথে রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খাঁনের সাথে বিরোধ রয়েছে। মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমেদ বলেন, এই মামলার আসামিদের ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।