1:36 pm, Tuesday, 18 November 2025

মৌলভীবাজারে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক ২

:বিশেষ প্রতিনিধি :জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫ বোতল বিদেশি মদসহ  ১। বশির মিয়া (৩৫) এবং ২। নেকবর আলী (৩৬) নামে দুজনকে আটক করা হয়েছে।

গতকাল (১৫ মার্চ) রাত ১০.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এএসআই শাহাবুদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ কমলগঞ্জ থানাধীন ০৯ নং ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর বাজারস্থ জনৈক সলিম মিয়ার দোকানের সামনে থেকে দুজনকে আটক করে।

আটককৃত দুজনের হেফাজত থেকে একটি Officer’s Choice Blue লেখা কাগজের কার্টুন পাওয়া যায়। কার্টুনের ভেতরে তল্লাশী করে ভেতর থেকে ৫ বোতল Officer’s Choice Blue (Pure Grain Whisky) নামের ভারতীয় মদের বোতল জব্দ করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় সীমান্ত থেকে মদের বোতলগুলো বিক্রির জন্য এনেছে মর্মে স্বীকার করে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে ডিবির অভিযানে বিদেশি মদসহ আটক ২

Update Time : 05:47:48 am, Thursday, 16 March 2023

:বিশেষ প্রতিনিধি :জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫ বোতল বিদেশি মদসহ  ১। বশির মিয়া (৩৫) এবং ২। নেকবর আলী (৩৬) নামে দুজনকে আটক করা হয়েছে।

গতকাল (১৫ মার্চ) রাত ১০.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এএসআই শাহাবুদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ কমলগঞ্জ থানাধীন ০৯ নং ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর বাজারস্থ জনৈক সলিম মিয়ার দোকানের সামনে থেকে দুজনকে আটক করে।

আটককৃত দুজনের হেফাজত থেকে একটি Officer’s Choice Blue লেখা কাগজের কার্টুন পাওয়া যায়। কার্টুনের ভেতরে তল্লাশী করে ভেতর থেকে ৫ বোতল Officer’s Choice Blue (Pure Grain Whisky) নামের ভারতীয় মদের বোতল জব্দ করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় সীমান্ত থেকে মদের বোতলগুলো বিক্রির জন্য এনেছে মর্মে স্বীকার করে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।