10:13 pm, Monday, 17 November 2025

মৌলভীবাজার প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: কর্মব্যস্ত জীবনে-কাজের ফাঁকে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন ও আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব থেকে সাংবাদিকরা একত্রিত হয়ে বাস যোগে এম আর খান চা বাগান (দার্জিলিং টিলা) পর্যটন স্পটে যান। বনভোজন ও আনন্দ উৎসবের স্পর্ট নির্দ্দারন করে স্থান সংকুলন না হওয়ায় তা পরিবর্তন করা হয়।

দিনব্যাপী বনভোজনের মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময় ও একসাথে এক স্থানে মিলিত হওয়া। পরে কয়েকটি বিনোদন মূলক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বনভোজনে হাঁড়ি ভাঙ্গা, মিনি গোলবারে গোল দেয়া, মারবেল কুড়াঁনো, মোরগের লড়াই, ঝুঁড়িতে বল প্রবেশ করানো, রশি টানাটানিসহ র‌্যাফেল ড্র সহ নানা আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্বে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক ও বাসসের জেলা সংবাদদাতা ডাঃ ছাদিক আহমদ, বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ আজাদুর রহমান এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, একাত্তর টিভির সংবাদদাতা আহমেদ ফারুক মিলাদ, দৈনক রুপালী বাংলাদেশ প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া, এশিয়ান টিভির সংবাদদাতা মাহবুবুর রহমান রাহেল, কালের কন্ঠের জেলা সংবাদদাতা মো: সাইফুল ইসলাম, আমার দেশ প্রতিনিধি এম ইদ্রিস আলী, প্রণীত রঞ্জন দেবনাথ, নাজমুল বারী সোহেল, সাইফুল ইসলাম সুমন,মাওলানা মোহাম্মদ গৌছ।

এম এ হামিদ ও ইমাদ উদ-দীনের পরিচালনায় অনুভূতি জানিয়ে আরো বক্তব্য রাখেন আব্দাল মাহবুব কোরেশী, আব্দুল মুক্তাদির, ময়নুল ইসলাম চৌধুরী, আব্দুল ওয়াদুদ, আব্দুল কাইয়ুম, জাকির হোসেন, দুরুদ আহমদ, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, আশিকুল ইসলাম বাবু, আব্দুর রাজ্জাক রাজা, সালাউদ্দিন শুভ, জয়নাল আবেদিন, সাহাবুদ্দিন শিহাব, আব্দুল আহাদ, মোনায়েম খানসহ অন্যন্যরা।

সাংবাদিক ও অতিথিরা বলেন, সাংবাদিকরা সারা বছর কর্মব্যস্ত থাকেন। নানা ব্যস্ততার মাঝে যাতে সবাই আনন্দ উদযাপন করতে পারেন, সে জন্য মৌলভীবাজার প্রেসক্লাবের বনভোজন ও আনন্দ উৎসবের আয়োজন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত

Update Time : 09:40:20 am, Thursday, 13 February 2025

ডেস্ক রিপোর্ট: কর্মব্যস্ত জীবনে-কাজের ফাঁকে মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন ও আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাব থেকে সাংবাদিকরা একত্রিত হয়ে বাস যোগে এম আর খান চা বাগান (দার্জিলিং টিলা) পর্যটন স্পটে যান। বনভোজন ও আনন্দ উৎসবের স্পর্ট নির্দ্দারন করে স্থান সংকুলন না হওয়ায় তা পরিবর্তন করা হয়।

দিনব্যাপী বনভোজনের মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময় ও একসাথে এক স্থানে মিলিত হওয়া। পরে কয়েকটি বিনোদন মূলক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বনভোজনে হাঁড়ি ভাঙ্গা, মিনি গোলবারে গোল দেয়া, মারবেল কুড়াঁনো, মোরগের লড়াই, ঝুঁড়িতে বল প্রবেশ করানো, রশি টানাটানিসহ র‌্যাফেল ড্র সহ নানা আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্বে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক ও বাসসের জেলা সংবাদদাতা ডাঃ ছাদিক আহমদ, বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ আজাদুর রহমান এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, একাত্তর টিভির সংবাদদাতা আহমেদ ফারুক মিলাদ, দৈনক রুপালী বাংলাদেশ প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া, এশিয়ান টিভির সংবাদদাতা মাহবুবুর রহমান রাহেল, কালের কন্ঠের জেলা সংবাদদাতা মো: সাইফুল ইসলাম, আমার দেশ প্রতিনিধি এম ইদ্রিস আলী, প্রণীত রঞ্জন দেবনাথ, নাজমুল বারী সোহেল, সাইফুল ইসলাম সুমন,মাওলানা মোহাম্মদ গৌছ।

এম এ হামিদ ও ইমাদ উদ-দীনের পরিচালনায় অনুভূতি জানিয়ে আরো বক্তব্য রাখেন আব্দাল মাহবুব কোরেশী, আব্দুল মুক্তাদির, ময়নুল ইসলাম চৌধুরী, আব্দুল ওয়াদুদ, আব্দুল কাইয়ুম, জাকির হোসেন, দুরুদ আহমদ, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন, আশিকুল ইসলাম বাবু, আব্দুর রাজ্জাক রাজা, সালাউদ্দিন শুভ, জয়নাল আবেদিন, সাহাবুদ্দিন শিহাব, আব্দুল আহাদ, মোনায়েম খানসহ অন্যন্যরা।

সাংবাদিক ও অতিথিরা বলেন, সাংবাদিকরা সারা বছর কর্মব্যস্ত থাকেন। নানা ব্যস্ততার মাঝে যাতে সবাই আনন্দ উদযাপন করতে পারেন, সে জন্য মৌলভীবাজার প্রেসক্লাবের বনভোজন ও আনন্দ উৎসবের আয়োজন।