বিষ্ণু দেব : : মৌলভীবাজার প্রেসক্লাব ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আজ রোববার প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও ইফতারে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, বৃটেনের কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, প্রেসক্লাবের সদস্য ও আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্র্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আ ইয়ুব আলী খান।

নিজস্ব প্রতিবেদক 
























