স্টাফ রিপোর্টার: জেলা আইনজীবি সমিতির পক্ষ থেকে মেশকাতুল ইসলাম সহকারী জজকে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল সোমবার (২৯ নভেম্বর) জেলা আইনজীবি সমিতির বিজ্ঞ সদস্য মেশকাতুল ইসলাম সহকারী জজ হিসাবে বিচারিক জীবনে পদার্পন করায় জেলা আইনজীবি সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সমিতির সহ-সভাপতি এডভোকেট মো: কামরেল আহমদ চৌধূরীর এর উপস্থিতিতে, সহ-সাধারন (ক্রীড়া ও সংস্কৃতি) সম্পাদক এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট আশরাফুল ইসলাম অনিক, কবিতা উৎসর্গ করেন, এডভোকেট শওকতুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, এডভোকেট অমিতাভ ঘোষ, এডভোকেট শওকত দাশ গুপ্ত, এডভোকেট তপন পাল তপু, এডভোকেট মহবুবুল আলম, এডভোকেট হাবিবুর রহমান মুকুল, এডভোকেট রমা কান্ত দাশ গুপ্ত, এডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস, এডভোকেট আব্দুল মোহাইমিন চৌধূরী, এডভোকেট গৌছ উদ্দিন নিকসন প্রমূখ।
12:08 am, Friday, 14 November 2025
News Title :
মৌলভীবাজার মেশকাতুল ইসলাম সহকারী জজকে জেলা আইনজীবি সমিতির সংবর্ধনা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:53:54 pm, Monday, 29 November 2021
- 433 Time View
Tag :
Popular Post

























