7:49 am, Friday, 14 November 2025

যে পারে সে সবই পারে: সাকিব আল হাসান

সামাদ আহমেদ আবির : বাইশ গজে সাকিব যেমন বিশ্বসেরা অলরাউন্ডার, মাঠের বাইরেও তেমন। বেশ কিছু নামকরা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবার সাকিব যুক্ত হলেন দেশের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে। ব্র‍্যান্ড অ্যাম্বাসেডরের চুক্তি সাক্ষর করতে সিলেট থেকে সাকিব আজ ঢাকায়। বহু কাজ একা সামলানো সাকিব বললেন, ‘যে পারে সে সবই পারে।’ নানান স্বপ্নের মধ্যে ছোটবেলায় পাইলট হওয়ার স্বপ্নও দেখতেন সাকিব।

সিলেটে চলমান বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। এর মাঝেই গত তিন দিনে সাকিব দুই বার আসলেন ঢাকায়। এতো কিছু একজন সাকিব আল হাসান কিভাবে সামলান। সাকিবের সহজ উত্তর,

যে পারে সে সবই পারে।’

বিমানের পাইলট হওয়া নিয়ে ছোটবেলায় কোনো স্বপ্ন দেখেছেন কি সাকিব?

‘হ্যা, পাইলট ছোটবেলায় হতে চেতাম, ডাক্তার হতে চেয়েছি, ইঞ্জিনিয়ারও হতে চেয়েছি। আল্টিমেটলি ক্রিকেটে শেষ হয়েছে স্বপ্ন। বিমানের সাথে আছি, এখন আমি মনে করি সেরাটা দিয়ে বিমানের সর্বোচ্চ প্রচার ও প্রসারিত করা।’

মুশফিকুর রহিমের রেকর্ড ব্রেকিং সেঞ্চুরিতে বাংলাদেশ ওয়ানডেতে পায় সর্বোচ্চ রানের সংগ্রহ। তবুও জেতা হল না ম্যাচ, বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত। দলের এমন পারফরম্যান্সের পরও জয় না পাওয়ায় সাকিব কি হতাশ হয়েছেন?

গণমাধ্যমের প্রশ্নের উত্তরে সাকিবের ভাষ্য, ‘হ্যা, জিতে গেলে ভালো হত অবশ্যই। স্পেশালি যারা আরও ভালো খেলেছে মুশফিক ভাই, তার জন্য আরও ভালো হত। যেহেতু এটা (বৃষ্টি) আমাদের হাতে নাই।’

Tag :
About Author Information

Sirajul Islam

ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার  চাতলাপুর  স্থল শুল্ক স্টেশন ব্যবসাযীদের সাথে মত বিনিময় 

যে পারে সে সবই পারে: সাকিব আল হাসান

Update Time : 12:44:01 pm, Tuesday, 21 March 2023

সামাদ আহমেদ আবির : বাইশ গজে সাকিব যেমন বিশ্বসেরা অলরাউন্ডার, মাঠের বাইরেও তেমন। বেশ কিছু নামকরা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবার সাকিব যুক্ত হলেন দেশের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে। ব্র‍্যান্ড অ্যাম্বাসেডরের চুক্তি সাক্ষর করতে সিলেট থেকে সাকিব আজ ঢাকায়। বহু কাজ একা সামলানো সাকিব বললেন, ‘যে পারে সে সবই পারে।’ নানান স্বপ্নের মধ্যে ছোটবেলায় পাইলট হওয়ার স্বপ্নও দেখতেন সাকিব।

সিলেটে চলমান বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। এর মাঝেই গত তিন দিনে সাকিব দুই বার আসলেন ঢাকায়। এতো কিছু একজন সাকিব আল হাসান কিভাবে সামলান। সাকিবের সহজ উত্তর,

যে পারে সে সবই পারে।’

বিমানের পাইলট হওয়া নিয়ে ছোটবেলায় কোনো স্বপ্ন দেখেছেন কি সাকিব?

‘হ্যা, পাইলট ছোটবেলায় হতে চেতাম, ডাক্তার হতে চেয়েছি, ইঞ্জিনিয়ারও হতে চেয়েছি। আল্টিমেটলি ক্রিকেটে শেষ হয়েছে স্বপ্ন। বিমানের সাথে আছি, এখন আমি মনে করি সেরাটা দিয়ে বিমানের সর্বোচ্চ প্রচার ও প্রসারিত করা।’

মুশফিকুর রহিমের রেকর্ড ব্রেকিং সেঞ্চুরিতে বাংলাদেশ ওয়ানডেতে পায় সর্বোচ্চ রানের সংগ্রহ। তবুও জেতা হল না ম্যাচ, বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত। দলের এমন পারফরম্যান্সের পরও জয় না পাওয়ায় সাকিব কি হতাশ হয়েছেন?

গণমাধ্যমের প্রশ্নের উত্তরে সাকিবের ভাষ্য, ‘হ্যা, জিতে গেলে ভালো হত অবশ্যই। স্পেশালি যারা আরও ভালো খেলেছে মুশফিক ভাই, তার জন্য আরও ভালো হত। যেহেতু এটা (বৃষ্টি) আমাদের হাতে নাই।’