9:45 pm, Thursday, 13 November 2025

রাজনগর থানার অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জুয়ারি আটক

বিশেষ প্রতিনিধি : রাজনগর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ০৭ জুয়ারিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ (১২ মে) রাত ০৩.৫৫ ঘটিকায় রাজনগর থানার এসআই মোহাম্মদ আজিজুল গাফফার, এসআই সওকত মাসুদ ভূঁইয়াসহ রাজনগর থানার একটি বিশেষ টিম রাজনগর থানাধীন ০১নং ফতেপুর  ইউপিস্থ খেয়াঘাট বাজার সংলগ্ন বিলবাড়ী সাকিনে জনৈক বোরহান উদ্দিন এর কাঠের ফার্নিচারের দোকানের ভিতর অভিযান পরিচালনা করে জুয়ারিদের আটক করেন।

আটককৃতরা হলেন ১। লিখন মিয়া(৩০), পিতা-মোশাহিদ মিয়া, ২। কাইয়ুম উদ্দিন,(৫০), পিতা- মৃত ছত্তার মিয়া, ৩। আব্দুল হক(৪০), পিতা-মৃত বোরহোন উদ্দিন , সর্ব সাং-বেড়কুড়ি, ৪। রমিজ মিয়া(৪৫), পিতা-মৃত ইয়াবর মিয়া , সাং-শাহাপুর, ৫। বোরহান উদ্দিন(৪৭), পিতা-মৃত ওয়াশিদ আলী, ৬। আরফিন আলী(৩৭), পিতা-মৃত আব্দুল কাদির, উভয় সাং-হামিদপুর, সর্ব থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার এবং ৭। আবুল হোসেন(৩০), পিতা-মঞ্জুর আলী , সাং-সৎপুর (দুলালী) ৭নং দেওকলস ইউপি, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, এ/পি সাং-হামিদপুর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার।

আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডেল তাস (৫২ টি) এবং নগদ ১০৯০/- টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রাজনগর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়েই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্টা করা হবে- এড. আব্দুর রব

রাজনগর থানার অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জুয়ারি আটক

Update Time : 10:30:04 am, Friday, 12 May 2023

বিশেষ প্রতিনিধি : রাজনগর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ০৭ জুয়ারিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ (১২ মে) রাত ০৩.৫৫ ঘটিকায় রাজনগর থানার এসআই মোহাম্মদ আজিজুল গাফফার, এসআই সওকত মাসুদ ভূঁইয়াসহ রাজনগর থানার একটি বিশেষ টিম রাজনগর থানাধীন ০১নং ফতেপুর  ইউপিস্থ খেয়াঘাট বাজার সংলগ্ন বিলবাড়ী সাকিনে জনৈক বোরহান উদ্দিন এর কাঠের ফার্নিচারের দোকানের ভিতর অভিযান পরিচালনা করে জুয়ারিদের আটক করেন।

আটককৃতরা হলেন ১। লিখন মিয়া(৩০), পিতা-মোশাহিদ মিয়া, ২। কাইয়ুম উদ্দিন,(৫০), পিতা- মৃত ছত্তার মিয়া, ৩। আব্দুল হক(৪০), পিতা-মৃত বোরহোন উদ্দিন , সর্ব সাং-বেড়কুড়ি, ৪। রমিজ মিয়া(৪৫), পিতা-মৃত ইয়াবর মিয়া , সাং-শাহাপুর, ৫। বোরহান উদ্দিন(৪৭), পিতা-মৃত ওয়াশিদ আলী, ৬। আরফিন আলী(৩৭), পিতা-মৃত আব্দুল কাদির, উভয় সাং-হামিদপুর, সর্ব থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার এবং ৭। আবুল হোসেন(৩০), পিতা-মঞ্জুর আলী , সাং-সৎপুর (দুলালী) ৭নং দেওকলস ইউপি, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, এ/পি সাং-হামিদপুর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার।

আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডেল তাস (৫২ টি) এবং নগদ ১০৯০/- টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রাজনগর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।