9:23 pm, Friday, 14 November 2025

রামেকের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ৩ মারা গেছেন। তাদের মধ্যে দুজন করোনা উপসর্গ এবং একজন করোনা নেগেটিভ সত্ত্বেও প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টা থেকে বুধবার (২৩ মার্চ) সকাল ৯টার মধ্যে হাসপাতালের আইসিইউতে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর একজন এবং কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ সত্ত্বেও শারীরিক নানা জটিলতায় মারা গেছেন আরেকজন।

তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তাদের মধ্যে দুজন পুরুষ। তাদের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজন নারী। তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

এদিকে ৩৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১২ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৪। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন ৭ জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন।

গত ২৪ ঘণ্টায় একজন রোগী ভর্তি হয়েছেন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী।

বর্তমানে রাজশাহীর ৫ জন, নাটোরের ৩ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার একজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে গত মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে কারো নমুনায় করোনা ধরা পড়েনি।

 

 

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারের জেলা প্রশাসক ইসরাঈল হোসেন বদলি হয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন তৌহিদুজ্জামান পাভেল

রামেকের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু

Update Time : 06:29:04 am, Wednesday, 23 March 2022

ডেস্ক রিপোর্ট : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ৩ মারা গেছেন। তাদের মধ্যে দুজন করোনা উপসর্গ এবং একজন করোনা নেগেটিভ সত্ত্বেও প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯টা থেকে বুধবার (২৩ মার্চ) সকাল ৯টার মধ্যে হাসপাতালের আইসিইউতে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর একজন এবং কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ সত্ত্বেও শারীরিক নানা জটিলতায় মারা গেছেন আরেকজন।

তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তাদের মধ্যে দুজন পুরুষ। তাদের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজন নারী। তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

এদিকে ৩৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১২ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৪। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন ৭ জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন।

গত ২৪ ঘণ্টায় একজন রোগী ভর্তি হয়েছেন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী।

বর্তমানে রাজশাহীর ৫ জন, নাটোরের ৩ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার একজন এবং জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে গত মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে কারো নমুনায় করোনা ধরা পড়েনি।