8:02 am, Wednesday, 19 November 2025

রুক্ষ ও ধারালো চেহারার পুরুষ পছন্দ মালাইকার!

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী মালাইকা আরোরা। সম্প্রতি সামাজিকমাধ্যমে তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। নেটিজেনরা বলছেন মালাইকার জীবনে এসেছে নতুন প্রেম।

বর্তমানে মালাইকা নাম জড়িয়েছেন হর্ষ মেহতা নামে এক হিরা ব্যবসায়ীর সঙ্গে। এরপর থেকেই আলোচনায়- কেমন পুরুষ পছন্দ তার?

এমন সময়ে অতীতের একটি সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে মালাইকা বলেছিলেন, একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।

পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তাও জানিয়েছিলেন। তার কথায়, সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভালো চুমু খেতে পারে।

তার মতে, পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী। সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মালাইকাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন, আমি খুবই রোমান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামীর কথা এখনই বলা যাবে না।

গত বছর অর্জুন কাপুরের সঙ্গে প্রেমে বিচ্ছেদ হয় মালাইকার। তারপর থেকেই নাকি তার হর্ষের সঙ্গে আলাপ। বলিউডে গুঞ্জন, গত কয়েক মাস ধরে তারা সম্পর্কে আছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গল চেম্বার অব কমার্সের নির্বাচনে প্যানেল ঘোষণা

রুক্ষ ও ধারালো চেহারার পুরুষ পছন্দ মালাইকার!

Update Time : 10:59:59 am, Tuesday, 4 November 2025

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী মালাইকা আরোরা। সম্প্রতি সামাজিকমাধ্যমে তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। নেটিজেনরা বলছেন মালাইকার জীবনে এসেছে নতুন প্রেম।

বর্তমানে মালাইকা নাম জড়িয়েছেন হর্ষ মেহতা নামে এক হিরা ব্যবসায়ীর সঙ্গে। এরপর থেকেই আলোচনায়- কেমন পুরুষ পছন্দ তার?

এমন সময়ে অতীতের একটি সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে মালাইকা বলেছিলেন, একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।

পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তাও জানিয়েছিলেন। তার কথায়, সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভালো চুমু খেতে পারে।

তার মতে, পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী। সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মালাইকাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন, আমি খুবই রোমান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামীর কথা এখনই বলা যাবে না।

গত বছর অর্জুন কাপুরের সঙ্গে প্রেমে বিচ্ছেদ হয় মালাইকার। তারপর থেকেই নাকি তার হর্ষের সঙ্গে আলাপ। বলিউডে গুঞ্জন, গত কয়েক মাস ধরে তারা সম্পর্কে আছেন।