শেখ সোহানুর রহমান : প্রতিবছরের মতো এ বছরও নানান আয়োজনের মধ্যে দিয়ে ২১ মার্চ পালিত হয়েছে ৫১ তম ব্র্যাক ডে।১৯৭২ সালে স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধস্ত বাংলাদেশে স্বল্প পরিসরে ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা ঘটলেও ব্র্যাক বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে।এদিকে,কমিউনিটির মানুষের জীবনমান পরিবর্তনের লক্ষ্যে ২০১১ সালে মৌলভীবাজারে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে স্থাপিত হয় কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ এফ এম ৯৯.২।ব্র্যাক ডে উপলক্ষে রেডিও পল্লীকণ্ঠের সভাকক্ষে আজ (২১ মার্চ) মঙ্গলবার পালিত হয়েছে ৫১ তম ব্র্যাক ডে। রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: আজিজুর রহমান,প্রোগ্রাম ম্যানেজার (রেডিও পল্লীকণ্ঠ ও পপুলার থিয়েটার) সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাক, সুহৃদ স্বাগত,ম্যানেজার মাইক্রোফাইন্যান্স ব্র্যাক,রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান প্রযোজক আল-আমীন,রেডিও পল্লীকন্ঠের হিসাবরক্ষক রুমানা আক্তার,রেডিও পল্লীকন্ঠের মার্কেটিং অফিসার দুলাল রায়সহ সকল প্রযোজকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়।পরে, ব্র্যাকে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বক্তব্য দেন অতিথিরা।এছাড়াও,ব্র্যাক মূল্যবোধ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। আলোচনা করেন রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদি হাসান।
8:53 pm, Friday, 14 November 2025
News Title :
রেডিও পল্লীকণ্ঠে ব্র্যাক ডে পালিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:25:19 am, Tuesday, 21 March 2023
- 441 Time View
Tag :
Popular Post

























